আদানি গ্রæপের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে শুক্রবার রাতে সরবরাহ পুরোপুরি বন্ধের পর ১৭ ঘণ্টা পর আবার একটি ইউনিটের কার্যক্রম শুরু হয়েছে।শনিবার (১২ এপ্রিল) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে একটি ইউনিট থেকে আবার বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি জানিয়েছে,সন্ধ্যা ৭টায় গ্রিডে সরবরাহকৃত বিদ্যুতের পরিমাণ ছিল ৪৬ মেগাওয়াট। ক্রমান্বয়ে ইউনিট-১ থেকে বিদ্যুৎ সরবরাহ বাড়বে বলে আশা করা যায়।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য (উৎপাদন) মো. জহুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান,আদানির একটি ইউনিউ সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে চালু হয়েছে। সেখান থেকে বিদ্যুৎ আসছে।তবে আরেকটি ইউনিট কবে নাগাদ চালু হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তাদের কতটুকু ক্ষতি হয়েছে সেটা আমরা দেখিনি। তবে অনুমান করছি সাত দিনের মতো সময় লাগতে পারে।আদানির বিদ্যুৎকেন্দ্রটিতে ৮০০ মেগাওয়াট ক্ষমতার দুটি
আপনার মতামত লিখুন :