শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

ভাষা আন্দোলনের মূল চেতনা ছিল স্বাধিকার প্রতিষ্ঠা: প্রধান উপদেষ্টা

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৫, ০৬:৩৯ পিএম

ভাষা আন্দোলনের মূল চেতনা ছিল স্বাধিকার প্রতিষ্ঠা: প্রধান উপদেষ্টা

অর্ন্তবতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য রাষ্ট্রভাষা আন্দোলন সূচিত হলেও এর মূল চেতনা স্বাধিকার প্রতিষ্ঠার জন্য ছিল। তিনি বলেন,‘আমরা দ্রæত গতিতে নতুন পৃথিবী সৃষ্টি করে চলেছি। এ জন্য নিত্যনতুন প্রযুক্তি প্রধানত দায়ী। প্রযুক্তির প্রাধান্যের সঙ্গেই ভাষার প্রাধান্য আসে।’
শুক্রবার (২১ফেব্রæয়ারি) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে মাতৃভাষা পদক প্রদান অনুষ্ঠানে বক্তৃতা করেন তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য রাষ্ট্রভাষা আন্দোলন সূচিত হলেও এর মূল চেতনা ছিল স্বাধিকার প্রতিষ্ঠা। এটি ছিল রাজনৈতিক, অর্থনৈতিক  ও সাংস্কৃতিক মুক্তির আন্দোলন।
ড. ইউনূস বলেন, যে দেশের প্রযুক্তি পৃথিবীতে প্রধান্য অর্জন করতে থাকবে, তার সঙ্গে প্রাধান্য অর্জন করতে থাকবে প্রযুক্তিদাতা দেশের ভাষা। সারা পৃথিবী এই ভাষা শেখার জন্য ঝাঁপিয়ে পড়বে। যে দেশ পৃথিবীতে নেতৃত্ব দেবে, সে দেশের ভাষার জন্য সারা পৃথিবী ঝুঁকে পড়বে।তিনি আরও বলেন, প্রযুক্তি ছাড়াও যে কোনো একটি দিক থেকে জাতি নেতৃত্ব দিতে পারলে, সে দেশের প্রতি মানুষের আগ্রহ বাড়বেই। প্রধান উপদেষ্টা বলেন,বিভিন্ন দেশে শৈশবে পড়ার সময় মাতৃভাষার পাশাপাশি একটি ভিন্ন ভাষা শেখা বাধ্যতামূলক করা হয়। ইংরেজি শিখলেই বাংলা ভুলে যেতে হবে–এ রকম কোনো চিন্ত তাদের মাথায় আসে না।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!