বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৪২ বাংলাদেশি

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৫, ১২:০১ এএম

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৪২ বাংলাদেশি

জিম্মি মুক্ত হয়ে লিবিয়া থেকে বৃহস্পতিবার (১০ এপ্রিল) ভোর ৫টায় বিশেষ বিমানযোগে দেশে ফিরবেন ১৪২ বাংলাদেশি। এদের মধ্যে দীর্ঘদিন ধরে লিবিয়ায় মাফিয়াদের হাতে জিম্মি থাকা ১৬ বাংলাদেশি কর্মী রয়েছেন। এই ১৬ কর্মী ভয়াবহ মানবিক পরিস্থিতির মধ্যে তাদের উদ্ধার ও প্রত্যাবাসনে কাজ করেছেন ব্র্যাক।
এই উদ্ধার অভিযানের একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হলো জিম্মি থাকা অবস্থায় যাদের কাছ থেকে মুক্তিপণ আদায় করা হয়েছিল, সেই মানব পাচারকারী ও মাফিয়া চক্রের প্রধান ফখরুদ্দিনকে গত ১৭ মার্চ ঢাকা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তার বিরুদ্ধে মানব পাচার আইনে মামলা হয়েছে বিমানবন্দর থানায়। ফখরুদ্দিন বর্তমানে জেল হাজতে আছেন।এটি শুধুমাত্র একটি উদ্ধার ও প্রত্যাবাসন নয়। এটি মানব পাচারকারীদের বিরুদ্ধে আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ের সম্মিলিত প্রতিরোধের একটি বড় সাফল্য।
ছবি-সংগৃহীত

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!