বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ ১৪৩১

মন্ত্রণালয় ও বিভাগের ৪২ পিআরওর সংযুক্তি বাতিল

অন্যান্য ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৮, ২০২৪, ০৬:১৯ পিএম

মন্ত্রণালয় ও বিভাগের ৪২ পিআরওর সংযুক্তি বাতিল

বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) হিসেবে সংযুক্তিতে কর্মরত ৪২ জন কর্মকর্তার সংযুক্তি বাতিল করে দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। তাদের নিজ দপ্তরে যোগদানের নির্দেশনা দেওয়া হয়েছে। ৮ আগস্ট বৃহস্পতিবার মন্ত্রণালয় থেকে এ বিষয়ে অফিস আদেশ জারি করা হয়েছে। এতে বলা হয়, বিভিন্ন মন্ত্রণালয়/ বিভাগে জনসংযোগ কর্মকর্তা (পিআরও) হিসেবে সংযুক্তিতে কর্মরত বিসিএস (তথ্য) ক্যাডারের এসব কর্মকর্তাদের সংযুক্তি প্রদানের আদেশ বাতিল করে তাদের নিজ দপ্তরে যোগদানের নির্দেশনা প্রদান করা হলো। অভিযোগ আছে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের কাছ থেকে ডিও লেটার নিয়ে এসব সুবিধাভোগী পিআরওরা পোষ্ঠিং নিয়ে কেউকেউ আঙ্গুল ফুলে কলাগাছ-বটগাছও হয়েছেন। এরমধ্যে সবচেয়ে বেশী সুবিধাজনক অবস্থায় থেকে অর্থনীতিতে এগিয়ে ছিলেন সাবেক তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদেও পিআরও আকরামউদ্দিন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের পিআরও শরিফুল অপু,নৌপরবহনের জাহাঙ্গীর আলমসহ বেশকয়েকজন আলোচনায় আছেন।
উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা। এরমধ্য দিয়ে পতন হয় সরকারের। এরপর থেকেই নিয়োগ বাতিল-পদায়ন ইস্যুতে নতুন-নতুন প্রজ্ঞাপন ও আদেশ জারি হচ্ছে।
 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!