শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ধামরাই ও সাভারের কিশোর গ্যাং সদস্যদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৪, ০৮:৪১ পিএম

ধামরাই ও সাভারের কিশোর গ্যাং সদস্যদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক ও ধামরাই প্রতিনিধি: ঢাকার ধামরাই-সাভার-আশুলিয়ায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যে অতিষ্ঠ এলাকার মানুষ। এসব এলাকায় গত এক মাসে কিশোর গ্যাংয়ের হাতে খুন হয়েছে চারজন এবং দাড়াঁলো অস্ত্রের আঘাতে রক্তাক্ত জখম হয়েছে একাধিক নারী-পুরুষ ও শিশু।কিš‘ তাদের নিয়ন্ত্রণে পুলিশের কোনো তৎপরতা দেখা যা”েছ না বলে অভিযোগ করেছে এলাকাবাসীরা। কিশোর গ্যাংয়ের নেতা ও হত্যাচেষ্টা মামলাসহ একাধিক মামলার আসামি লাবু, মিজান, নয়ন-স্বপন ডাকাতপাগলা লিখন খোরশেদসহ অন্যান্য গ্যাং সদস্যরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদেরক আটক করছে না বলে অভিযোগ উঠেছে। 
এদিকে ধামরাই থানার চররাজাপুর এলাকায় প্রকাশ্যে একাধিক নারী ও পুরুষকে চাকু মেরে নৃশংসভাবে হত্যাচেষ্টা চালায় ¯’ানীয় কিশোর গ্যাং সদস্যরা। তারা দু’জন নারীকে রক্তাক্ত অব¯’ায় রাস্তায় ফেলে পালিয়ে যায়। পরে ¯’ানীয়রা তাদেরকে উদ্ধার করে সাটুরিয়া উপজেলা স্বা¯ে’্য কেন্দ্রে ভর্তি করে। মামলা হলে তথ্য গোপন করে দ্রæত জামিন নিয়ে পুন:রায় এলাকায় ফিরে সন্ত্রাসী কর্মকান্ডে জড়িয়ে পরেছে, যাদেরকে হত্যাকরার উদ্দেশে চাকু মেরে গুরুতর জখম করেছিল তাদেরকে আবারও হত্যা করার হুমকী দি”েছ গ্যাং নেতা লাবু-মিজান-নয়ন-পাগলা। প্রতিবাদ করায় এলাকায় নানারকম মানহানিকর কুৎসা রটানোসহ জীবননাশের হুমকীও প্রদান করছে গ্যাং নেতা লাবু-মিজান-নয়া। বিষয়টি ঢাকা জেলার পুলিশ সুপার আসাদুজ্জামান রিপন অবগত আছেন, জানানো হয়েছে। খোজ নিয়ে জানা গেছে ঢাকার সবচেয়ে কাছের উপজেলা ধামরাই-সাভারে কিশোর গ্যাংয়ের এমন দৌরাত্ম্যে যে এসব এলাকায় গত এক মাসে কিশোর গ্যাংয়ের হাতে মারা গেছে চারজন। 
ধামরাই-সাভার উপজেলায় অর্ধশতাধিক কিশোর অপরাধী গ্যাংসহ প্রায় তিন শতাধিক উ”ছৃঙ্খল কিশোর দাপিয়ে বেড়া”েছ পুরো এলাকায়। বিশেষ করে গেলো কয়েক মাসে ধামরাই-সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের রেডিও কলোনী থেকে পাকিজা মোড় পর্যন্ত এবং চৌহাট ইউনিয়নের পাড়ায় পাড়ায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য মারাত্মক আকার ধারন করেছে। খুন করার মত অপরাধ বেড়েছে। তাদের ভয়ে রাত থেকে ভোর পর্যন্ত রাস্তায় বেরুতেও ভয় পান এলাকার মানুষ। সংঘবদ্ধ ধর্ষণসহ হত্যা করতেও এদের হাত কাঁপছে না। কমছে না এদের দৌরাত্ম্য। অভিযোগ আছে রাজনৈতিক ছত্রছায়ায় এরা বিভিন্ন ধরনের অপকর্মে জড়িয়ে পড়ছে বলে জানা গেছে। কিশোর বয়সেই তাদের হাতে আগ্নেয়াস্ত্র ও নেশায় বুঁদ হয়ে হারিয়ে যা”েছ অপরাধ জগতে। এদের উৎপাতে আতঙ্কিত হয়ে পড়েছে পুরো এলাকার মানুষ। উঠতি বয়সের সব সন্ত্রাসীদের হাতে রয়েছে বিভিন্ন অত্যাধুনিক অস্ত্র। অভিজ্ঞ মহলের অভিযোগ, বিভিন্ন সময় আইনশৃঙ্খলা বাহিনী একাধিক তালিকা তৈরি ও হালনাগাদ করলেও সন্ত্রাসীরা থাকে ধরাছোঁয়ার বাইরে। এদিকে জমির কাগজপত্র জালিয়াতচক্র, ভুমিখেকো, নারী নির্যাতনকারী ও কুখ্যাত কিশোর গ্যাং সন্ত্রাসী, ধামরাই থানায় ৩১ নং মামলার আসামী মিজান, লাবু, নয়া, ডাকাতপাগলা সন্ত্রাসী গংদেরকে জামিন বাতিল করে অভিলম্ভে গ্রেফতারের দাবিতে ঢাকার ধামরাই প্রেসক্লাবের সামনে নির্যাতিত পরিবারের সদস্য ও রাজাপুর মধ্য¯’ চেরাগী জামে মসজিদ রক্ষা কমিটি, চররাজাপুর, চৌহাট-ধামরাই, ঢাকা এর সর্বস্তরের জনগণ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে। এতে বলা হয়েছে রাজাপুর মধ্য¯’ চেরাগী জামে মসজিদ-ওয়াক্ফ এস্টেট-এর নামে রেখে যাওয়া মরহুম মৌলভী ফজলুল করিম সিদ্দিকী’র জমির কাগজপত্র জালিয়াতি করে নৃবংশ দেখিয়ে কিশোর গ্যাং নিয়ে জবর দখলকারী চররাজাপুরের কুখ্যাত ডাকাত পাগলা, মহুরী নয়া, মিজান, তার ছোট ভাই লাবুসহ অন্যান্য আসামীর পরিবারবর্গের আগ্রাসনে অবৈধভাবে জবর দখল করে জমির ফসল লুট-পাট করে নিয়ে যাওয়া এবং ধামরাই থানায় দায়ের করা মামলায় নারী নির্যাতন, হত্যাচেষ্টা, ভাংচুর ও লুটপাটের কুখ্যাত আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!