শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

রাষ্ট্রপতি ইস্যুতে হুট করে সিদ্ধান্ত নয়, দ্রæত নির্বাচন চায় বিএনপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৪, ০২:৩৯ পিএম

রাষ্ট্রপতি ইস্যুতে হুট করে সিদ্ধান্ত নয়, দ্রæত নির্বাচন চায় বিএনপি

রাষ্ট্রপতি অপসারণের বিষয়ে হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।তিনি বলেছেন,সব ষড়যন্ত্র মোকাবেলা করতে হলে প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে দ্রæত নির্বাচন দিয়ে রাজনৈতিক শক্তির হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। রবিবার ২৭ অক্টোবর যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। যুবদলের সভাপতি মোনায়েম মুন্নার সভাপত্বিতে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নেতৃত্বে জিয়াউর রহমানের কবর প্রাঙ্গণে নেতাকর্মীদের ঢল নামে।
রাষ্ট্রপতি অপসারণ নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে বৈঠকের বিষয়ে মির্জা ফখরুল বলেন,বিএনপির সর্বোচ্চ ফোরামে বিষয়টি নিয়ে আলোচনা করে অবস্থান পরিষ্কার করা হবে।’
তিনি বলেন,গণ অভ্যুত্থানের ফসল ঘরে তোলার জন্য বাংলাদেশের বিপ্লবকে সংগত করতে হলে জাতীয় ঐক্য ও কোনোরকম হটকারী সিদ্ধান্ত নেওয়া যাবে না। সাংবিধানিক নিয়েমে সবকিছু করতে হবে। এরজন্য প্রয়োজন দ্রæত নির্বাচন।’
বিএনপির এই নেতা বলেন,ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে দীর্ঘ সংগ্রাম শেষে গত ৫ আগষ্ট দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। এই সংগ্রামে যুবদলের ভূমিকা নিঃসন্দেহে উল্লেখযোগ্য। যারা বাংলাদেশের ভালো চায় না,তাদের প্রতিহত করতে যুবদল অগ্রণী ভূমিকা পালন করবে।’
বিএনপি মহাসচিবের সঙ্গে এসময় আরও উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়,ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপি নেতা সাইফুল আলম নীরব, সুলতান সালাউদ্দিন টুকু, কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন প্রমুখ।

 

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!