শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫, ২০ পৌষ ১৪৩১

শেখ হাসিনার হুমকি নিয়ে যে মন্তব্য করলেন আইন উপদেষ্টা

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৪, ০৮:২৫ পিএম

শেখ হাসিনার হুমকি নিয়ে যে মন্তব্য করলেন আইন উপদেষ্টা

আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, সম্প্রতি শেখ হাসিনার ফাঁস হওয়া রেকর্ডটি যদি সঠিক হয়, তাহলে এখনো তাদের নেত্রী ২৮৭ জনকে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন। অন্য দেশে বসে সন্ত্রাসী হুমকি দিচ্ছেন,যিনি একটা গণহত্যার মামলার আসামি। তিনি প্রশ্ন রাখেন-বিচারের আগে, দায়মুক্তির আগে তারা রাজনৈতিক কর্মসূচি চালাবে আরো হাজার হাজার মানুষকে হত্যা করার জন্য? কাজেই সবকিছু একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে আসবে বলে মন্তব্য আসিফ নজরুলের।
মঙ্গলবার (২৯অক্টোবর)সচিবালয়ে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা বলেন উপদেষ্টা। গণহত্যা চালানো পর আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার থাকা উচিত কিনা, তা বাংলাদেশের সাধারণ মানুষ বিবেচনা করবেন বলে জানিয়েছেন তিনি।
নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা-জানতে চাইলে আইন উপদেষ্টা বলেন, এটা আমার বলার জায়গা না। এখন আপনি যদি মনে করেন, যারা হাজার হাজার মানুষকে হত্যা করেছে, আরো চল্লিশ-পঞ্চাশ হাজার মানুষকে অঙ্গহানি ঘটিয়েছে, চোখ কেড়ে নিয়েছে, এখনো তারা সেই অপকর্মের পক্ষে কথা বলে।
তিনি আরো বলেন, আপনারা বিবেচনা করে দেখেন, একটা গণহত্যা চালানোর পর এখনো একটা দল বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমাদের এত বড় আন্দোলনের নেতাদের কিশোর গ্যাং বলার চেষ্টা করে, আরো মানুষকে হত্যা করার হুমকি দেয়,সেই দলের রাজনৈতিক অধিকার থাকা উচিত কিনা, তা প্রতিটি মানুষই বিবেচনা করবেন। বিচার প্রক্রিয়া শেষ হওয়ার পর দেখা যাবে, তাদের বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া যায়। মৃত্যুদন্ড নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সব দেশেই মৃত্যুদন্ড রহিত করার কথা বলে জাতিসংঘ। তাদের একটি অপশনাল প্রটোকল আছে। ওই প্রটোকলের মূলকথাই হচ্ছে মৃত্যুদন্ড রদ করার জন্য। কিন্তু পৃথিবীর খুব অল্প দেশেই মৃত্যুদন্ড রদ করেছে। এটা তাদের অঙ্গীকার থেকে বলবেই। কিন্তু আমাদের যে ক্রিমিনাল জাস্টিস সিস্টেম, আমাদের যে জুডিশিয়াল কালচার আছে, সেগুলো তো আমাদের কাছে প্রধান্য পাবে। সবচেয়ে বড় কথা, মৃত্যুদন্ড রহিত করার যে অপশনাল প্রটোকল, তাতে বাংলাদেশের কোনো সরকারই পক্ষ রাষ্ট্র হয়নি। আমাদের কোনো সরকারের পক্ষ থেকেই এই অপশনাল প্রটোকলের পক্ষরাষ্ট্র হওয়ার বিন্দুমাত্র উদ্যোগ গ্রহণ করা হয়নি।
আইন উপদেষ্টা বলেন, আগের আদালতে যেভাবে হয়েছে, সেভাবে আমরা অবিচার করবো না। আমাদের কোনোকিছু লুকানোর নেই। স্বাগত, যে কেউ এসে,আমরা কীভাবে বিচার করছি, সেটা দেখতে পারবেন।’

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!