শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

যে কোনো মূল্যে দেশে গণতন্ত্র ও ভোটের অধিকার নিশ্চিত করতে হবে: তারেক রহমান

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৫, ০৯:৩৫ পিএম

যে কোনো মূল্যে দেশে গণতন্ত্র ও ভোটের অধিকার নিশ্চিত করতে হবে: তারেক রহমান

যে কোনো মূল্যে দেশে গণতন্ত্র ও ভোটের অধিকার নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের অর্থনৈতিক স্বাধীনতা প্রতিষ্ঠা করতে হবে।বৃহস্পতিবার ২৪ এপ্রিল বিকেলে পঞ্চগড় পৌরসভা চত্বরে বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ কমিটির আয়োজনে রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা ও জনসম্পৃক্তি প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্যে তিনি এসব কথা বলেন।কর্মশালায় দলীয় নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তারেক রহমান। এতে পঞ্চগড় অংশে জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু,সদস্যসচিব ফরহাদ হোসেন আজাদসহ জেলা উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
এদিন সকাল ১০টার দিকে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে প্রশিক্ষণ কর্মশালাটি শুরু হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যের সময় পঞ্চগড় ছাড়াও দিনাজপুর ও ঠাকুরগাঁয়ে বিএনপির নেতৃবৃন্দ নিজ নিজ জেলা থেকে কর্মশালায় ভার্চুয়ালি অংশ নেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, আমরা সমাজের সকল শ্রেণিপেশার মানুষের দাবি-দাওয়া নিয়ে একসঙ্গে সংস্কার কার্যক্রম চালিয়ে যেতে চাই। আমরা চাই,ঐক্যবদ্ধভাবে দেশকে সামনে নিয়ে যেতে। কোনোভাবেই যেন গণতন্ত্রের উত্তরণ, মানুষের ভোটের অধিকার, মানুষের রাজনৈতিক অধিকার বাধাগ্রস্ত না হয়। মানুষের গণতান্ত্রিক অধিকার, মানুষের রাজনৈতিক অধিকার এবং মানুষের ভোটের অধিকার যদি বাধাগ্রস্থ হয়, তাহলে সবকিছু ধ্বংস হয়ে যাবে। সবকিছু বাধাগ্রস্থ হবে। বিগত ১৫ বছরে মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। এর ফলে দেশের বিচারব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, অর্থনীতি ধ্বংস হয়ে গেছে, দেশের স্বাস্থ্যব্যবস্থা, শিক্ষাব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। সমাজে বিভিন্ন প্রকার অধঃপতন শুরু হয়েছে, অনাচার শুরু হয়েছিল।
তারেক রহমান বলেন,আমরা সুযোগ পেলে ৩১ দফার বাস্তবায়ন করব। একইভাবে আমরা যে সংগ্রামে রাজপথে নেমে এসেছিলাম, বিগত পনেরো বছর ধরে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে সংগ্রামে আমাদের বহু নেতাকর্মী গুম খুনের শিকার হযেছেন, বহু নেতাকর্মী পঙ্গুত্ববরণ করেছেন, তাদের এই বলিদানকে কোনোভাবে বৃথা যেতে দেওয়া যাবে না। পৃথিবীর কোনো দেশে যুদ্ধ না হলে শিশু হত্যা হয় না, কিন্তু জুলাই আগস্ট আন্দোলনে আমরা দেখেছি সেই পলাতক স্বৈরাচারের নির্বিচার অত্যাচারের কারণে এই দেশে একশোর মতো শিশুকে হত্যা করা হয়েছে। এই শিশুদের বলিদান ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!