বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২

আলোচনা মধ্যে কর্মসূচি গণতন্ত্রের জন্য শুভ নয়: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২৫, ০৮:৩২ পিএম

আলোচনা মধ্যে কর্মসূচি গণতন্ত্রের জন্য শুভ নয়: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আলোচনার মধ্যে কর্মসূচি দেওয়ার অর্থ হচ্ছে অহেতুক চাপ সৃষ্টি করা। এটি গণতন্ত্রের জন্য শুভ নয়। রাজপথে নামলেই সমস্যার সমাধান হবে কি? আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান সম্ভব।তিনি বলেছেন, ‘আমার মনে হয়,এ ধরনের কর্মসূচির কোনো প্রয়োজন ছিল না। কারণ আলোচনা এখনো শেষ হয়নি। আলোচনা চলা অবস্থায় এই ধরনের কর্মসূচি সঠিক সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে শুভ নয়। আলোচনা চলা অবস্থায় এই ধরনের কর্মসূচির মানে অহেতুক চাপ সৃষ্টি করা।’
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এদিন মির্জা ফখরুল সিঙ্গাপুর থেকে চিকিৎসা নিয়ে দেশের ফেরেন।
আলোচনার টেবিলে সমাধান হচ্ছে না বলেই রাজপথে যাওয়া হয়েছে, জামায়াতের সেক্রেটারি জেনারেলের এমন বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন,‘আমার পাল্টা প্রশ্ন, এভাবে রাজপথে এলে সমাধান হয়ে যাবে? আমরা এখন পর্যন্ত সবচেয়ে বড় রাজনৈতিক দল, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।
আমরা এই পরিবর্তনের পর (৫ আগস্টের) এখন পর্যন্ত কোনো দাবিতে রাজপথে যাইনি।’ তিনি বলেন, ‘আলোচনার মাধ্যমেই সব কিছুর সমাধান করতে চাচ্ছি। আমার বিশ্বাস, এটা আলোচনার মাধ্যমেই শেষ হবে।’
পিআর নিয়ে তিনি বলেন, ‘এ বিষয়ে আমাদের অবস্থান পরিষ্কার। আমরা পিআরের পক্ষে নই।বাংলাদেশে পিআরের কোনো প্রয়োজনীয়তা নেই। জুলাই সনদ নিয়ে আলোচনা চলছে। অনেক বিষয়ে আমরা একমত হয়েছি। এখানে যেটাই করা হোক, জনগণের সমর্থন সবচেয়ে বেশি প্রয়োজন।তাদের সমর্থন আসে সংসদের মাধ্যমে।’ এ সময় তিনি আরো বলেন, ‘আমরা কোনো রাজনৈতিক দলের নিষিদ্ধর পক্ষে নই।’
দেশের অনেক বিষয় দেশের বাইরে সিদ্ধান্ত হচ্ছে, এবারও কি এমনটা হতে পারে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের দেশের সিদ্ধান্ত আমাদের নিজেদেরই নিতে হবে। এটা আমাদের সমন্বিত ও ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমাদেরই নিতে হবে। আগেও আমরা নিজেরাই নিয়েছি, এ দেশের মানুষ নিয়েছে। বাইরের সিদ্ধান্তের কোনো প্রয়োজন নেই।’ শিগগিরই তারেক রহমান দেশে ফিরবেন বলেও জানান তিনি।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!