মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করতে হবে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৫, ০৭:০২ পিএম

আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করতে হবে: মির্জা ফখরুল

সব রাজনৈতিক দল এবং গোষ্ঠীর সঙ্গে আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করতে হবে জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,আলোচনার মাধ্যমেই সবার কাছে গ্রহণযোগ্য সমাধান আসবে এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও বিশ্বাস করি।
রোববার (২০এপ্রিল) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের স্মরণে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।বিভিন্ন সময়ে আন্দোলন সংগ্রামে শ্রমিকরা প্রাণ দিয়েছেন, গত ১৫ বছরে কতজন শ্রমিক প্রাণ দিয়েছেন সেই তালিকা করার আহ্বান জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, এখনও সংগ্রাম শেষ হয়নি, গণতন্ত্র এখনও উত্তরণ হয়নি আবার এখনও নির্বাচনের মাধ্যমে সংসদ পাওয়া যায়নি তাই সবাইকে সংগঠিত থাকতে হবে ও সজাগ থাকতে হবে।
তিনি আরও বলেন, সবাই যদি সকল ক্ষেত্রে পরিবর্তন চাই, তাহলে সংগঠনকে শক্তিশালী করতে হবে। আর সুবিধাবাদী নেতৃত্বের হাতে যেন নেতৃত্ব না যায় সেদিকে সজাগ থাকতে হবে। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা হলেই আব্দুল্লাহ আল নোমানের আত্মা শান্তি পাবে।মির্জা ফখরুল বলেন, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজের মতো একজন ত্যাগী ছাত্রনেতাকে যারা হত্যা করতে পারে, তারা পরিবর্তনের এ সময়ে বাংলাদেশের পক্ষের মানুষ নয়।
 

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!