বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫, ২৪ পৌষ ১৪৩১

ধৈর্য হারাবেন না, নির্বাচনের জন্য প্রস্তুতি নিন: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৫, ০৯:১০ পিএম

ধৈর্য হারাবেন না, নির্বাচনের জন্য প্রস্তুতি নিন: তারেক রহমান

দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আপনারা ধৈর্য হারাবেন না। নির্বাচনের জন্য মানসিক প্রস্তুতি নিতে থাকুন। নির্বাচন কমিশন তাদের অর্পিত দায়িত্ব যথারীতি পালন করবে বিশ্বাস রাখুন। বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। 
তারেক রহমান বলেন, মনে রাখা দরকার লোভ বা লাভের ঊর্ধ্বে উঠে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও স্বাবলম্বী বাংলাদেশে গড়তে,বিশেষ করে ছাত্র তরুণদের ভূমিকা অপরিসীম। বাংলাদেশকে আন্তর্জাতিক বিশ্বে একটি কার্যকর এবং প্রভাবশালী রাষ্ট্রের ভূমিকায় দেখতে চাইলে ও বাংলাদেশ নামক রাষ্ট্রের একজন মর্যাদাবান নাগরিক হিসেবে বেঁচে থাকতে চাইলে, জ্ঞানভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠনের কোনো বিকল্প নেই।
তিনি বলেন, বিএনপি জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত সব পরিস্থিতিতে, সব সময়ে বহু দল ও মতের চর্চার পক্ষে। এই ক্ষেত্রে বিএনপির দৃষ্টিভঙ্গি অত্যন্ত স্বচ্ছ। জনগণ কোনো রাজনৈতিক দলকে গ্রহণ করবে বা বর্জন করবে, নির্বাচনের মাধ্যমে সেই রায় দেবে জনগণের আদালত। কিন্তু যাদের ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে তারাই নির্বাচন অনুষ্ঠান নিয়ে নানা রকম বিভ্রান্তি সৃষ্টি করে।
তিনি আরো বলেন, রাষ্ট্র এবং সরকারের বিদ্যমান বিধি ব্যবস্থা নিয়ে তরুণদের মনে অনেক প্রশ্ন উঠেছে। ২০০৯ সাল থেকে এ পর্যন্ত ভোটার তালিকায় প্রায় সাড়ে তিন কোটি ভোটার যুক্ত হয়েছে। কিন্তু তারা একটি জাতীয় নির্বাচন বা স্থানীয় নির্বাচনে ভোট দিতে পারেনি। তারেক রহমান বলেন,দেশ এবং জনগণের কাঁধে চেপে বসা মাফিয়া স্বৈরাচারের অপমানজনক পতনে পার হলো ঐতিহাসিক ২০২৪ সাল। নিরাপদ বাংলাদেশ গড়ার এক অপার সম্ভাবনা নিয়ে আরেকটি নতুন বছরের যাত্রা শুরু হলো। তিনি এসময় বীর ছাত্র-জনতাকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানান। তিনি বলেন,নানা চড়াই-উৎরাই পেরিয়ে জাতীয়তাবাদী ছাত্রদল ছাত্রসমাজের সবার কাছে জনপ্রিয় সংগঠনে পরিণত হয়েছে। মেধা ও মননে সংগঠনটি সাধারণ শিক্ষার্থী এবং জনমনে ইতিবাচক ভাবমূর্তি প্রতিষ্ঠায় সক্ষম হয়েছে।
হাজারো ছাত্র-জনতার সীমাহীন আত্মত্যাগ আর তেজোদীপ্ত ভূমিকার কারণে সরকারের পতন হয়েছে উল্লেখ করে দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আমাদের খেয়াল রাখতে হবে কোনো হঠকারী সিদ্ধান্তের কারণে যেন গণঅভ্যুত্থানের আকাঙ্খা বিনষ্ট হওয়ার পরিস্থিতির সৃষ্টি না হয়।এ ব্যাপারে ছাত্রদলের প্রত্যেকটি নেতাকর্মীকে সচেতন ও সজাগ থাকার নির্দেশ দেন তিনি।
নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন,মনে রাখা দরকার লোভ বা লাভের ঊর্ধ্বে উঠে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও স্বাবলম্বী বাংলাদেশে গড়তে, বিশেষ করে ছাত্র-তরুণদের ভূমিকা অপরিসীম। বাংলাদেশকে আন্তর্জাতিক বিশ্বে একটি কার্যকর এবং প্রভাবশালী রাষ্ট্রের ভূমিকায় দেখতে চাইলে ও বাংলাদেশ নামক রাষ্ট্রের একজন মর্যাদাবান নাগরিক হিসেবে বেঁচে থাকতে চাইলে, জ্ঞানভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠনের কোনো বিকল্প নেই।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!