মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২

বেগম খালেদা জিয়ার কিছুটা উন্নতি, চিকিৎসায় সমন্বয় করছেন ডা. জুবাইদাও

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২৫, ০৯:৩৯ এএম

বেগম খালেদা জিয়ার কিছুটা উন্নতি, চিকিৎসায় সমন্বয় করছেন ডা. জুবাইদাও

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে, মেডিকেল বোর্ড সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র জানালেও বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। 
সোমবার (৮ ডিসেম্বর) বিকাল সাড়ে তিনটার দিকে এভারকেয়ার হাসপাতালে যান বেগম খালেদা জিয়ার পুত্রবধু তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য ও চিকিৎসার বিষয় নিয়ে চিকিৎসক দলের সাথে সমন্বয় করছেন তিনিও। 
এদিকে, উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়ার লন্ডন যাত্রা আরেক দফা পিছিয়ে যাচ্ছে। বেসামরিক বিমান চলাচল র্কতৃপক্ষ সূত্র জানিয়েছে,এয়ার অ্যাম্বুলেন্সের জন্য মঙ্গলবারের শিডিউল প্রত্যাহারের আবেদন জানিয়েছে সংস্থাটি।এর আগে,এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবারে ঢাকায় অবতরনের অনুমতি চেয়েছিলো যা বরাদ্দ করাও হয়। তবে কি কারনে শিডিউল প্রত্যাহারের আবেদন করেছে তা জানা যায়নি। এর আগে সবশেষ ব্রিফিংয়ে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, বেগম খালেদা জিয়ার সুস্থতাকে সর্বাধিক অগ্রাধিকার দিচ্ছে মেডিকেল বোর্ড। এয়ার অ্যাম্বুলেন্সে ভ্রমণ করার মতো অবস্থা হলেই মেডিকেল বোর্ড পরবর্তী সিদ্ধান্ত নেবে। ফাইলছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!