রবিবার, ১২ মে, ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১

উপজেলায় প্রার্থী হয়ে বহিষ্কার, ভুল স্বীকার করায় একজনকে ফেরাল বিএনপি

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৪, ০৬:৪৫ পিএম

উপজেলায় প্রার্থী হয়ে বহিষ্কার, ভুল স্বীকার করায় একজনকে ফেরাল বিএনপি

ভুল স্বীকার করে উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ায় এক নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। ওই নেতার হলেন মেহেরপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সদস্য রোমানা আহমেদ।

দলীয় নির্দেশ অমান্য করে প্রথম ধাপের উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় দল থেকে বহিষ্কার করা হয়েছিল তাকে। পরবর্তীতে নিজের ভুল বুঝতে পেরে সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ায়, তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

রোববার বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বর্তমান সরকারের অধীনে উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এরপরও দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে অনেকেই প্রার্থী হয়েছেন। গত দুই দিনে ৭৬ জনকে বহিষ্কার করেছে বিএনপি। এই প্রথম একজনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো।

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!