শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

বরিশালে জেলা বিএনপির সমাবেশ

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৪, ০৯:২৩ পিএম

বরিশালে জেলা বিএনপির সমাবেশ

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বরিশালে সমাবেশ ও র‌্যালি করেছে জেলা বিএনপি (দক্ষিণ)। বৃহস্পতিবার দুপুরে নগরীর  কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সমাবেশ হয়। পরে সেখান থেকে নেতাকর্মীরা নগরীতে র‌্যালি বের করে। এসময় বক্তৃতা দেন,কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান,জেলা বিএনপির (দক্ষিণ) আহŸায়ক আবুল হোসেন খান ও সদস্য সচিব আবুল কালাম শাহিন। এর আগে বরিশাল মহানগর যুবদলের নেতাকর্মীরা সংক্ষিপ্ত সভা শেষে বর্ণাঢ্য র‌্যালি করেছে। 
এসময় বক্তারা দিবসটির তাৎপর্য নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দেওবার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণারও দাবি জানান নেতাকর্মীরা।#

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!