মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩১

নতুন যাত্রায় অরাজনৈতিক ঐক্য প্রয়োজন-মির্জা ফকরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৫, ০৭:০৮ পিএম

নতুন যাত্রায় অরাজনৈতিক ঐক্য প্রয়োজন-মির্জা ফকরুল

দেশের নতুন যাত্রায় অরাজনৈতিক ঐক্য প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে রাজধানীর মিরপুরে বিএনপি ঢাকা মহানগর উত্তর আয়োজিত জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনকালে এ মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুল বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সত্যিকার অগ্রসর, সমৃদ্ধ ও আন্তরিক বাংলাদেশ নির্মাণ করতে চান।’
বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন,ক্রীড়াঙ্গন দলীয়করণ করেছিল আওয়ামী লীগ। গত ১৫ বছরে আওয়ামী লীগ দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। ক্রীড়াঙ্গন এর বড় উদাহরণ। অ্যাথলেটরা রাজনীতিতে এলে রাজনীতি আরও সমৃদ্ধ হবে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল।
খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, ‘খেলোয়াড়দের মন হয় উদার,মাদক নির্মূলসহ সামাজিক কাজে তাদের ভূমিকা অনেক বড়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উদ্দেশ্যও এটি, মাদক পরিহার করে খেলাধুলায় মনোযোগী হবে তরুণ সমাজ।’
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,রাজনৈতিক দল ফুটবল টুর্নামেন্ট আয়োজন করছে এটা রাজনীতিতে নতুন ধারণা। এটা তারেক রহমানের নতুন ধারণা। তারেক রহমানের উদ্দেশ্য হচ্ছে রাজনীতির পাশাপাশি ক্রীড়াঙ্গনে তরুণ সমাজের যাতে পদচারণা থাকে। তারেক রহমান সত্যিকার অর্থে একটি সমৃদ্ধ,অগ্রসর ও আন্তরিক বাংলাদেশ গড়তে চান জানিয়ে মহাসচিব বলেন, সেখানে তরুণদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!