বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ২৯ মাঘ ১৪৩১

পাগলামি না থামলে গৃহযুদ্ধের দিকে চলে যাবে দেশ: জামায়াত আমির

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৫, ০৩:১০ পিএম

পাগলামি না থামলে গৃহযুদ্ধের দিকে চলে যাবে দেশ: জামায়াত আমির

দেশের গত কয়েকদিনের পরিস্থিতি দেখে বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান বলেছেন পাগলামি না থামলে বাংলাদেশ গৃহযুদ্ধেও দিকে চলে যাবে।তিনি বলেন, "গত ২-৩ দিন ধরে যা ঘটছে, তা আমি সমর্থন করব না, যেহেতু আমি আমার বিবেকের কাছে দায়বদ্ধ। আমি বুধবার রাতে একটি সফট স্ট্যাটাস দিয়েছিলাম, যেখানে বলেছিলাম, শীতকালে বঙ্গোপসাগরে জোয়ার শুরু হয়েছে এবং জানি না, সেই জোয়ার কোথায় নিয়ে যাবে। এই স্ট্যাটাস দেওয়ার পর আমাকে ১৮,৯৫০টি গালি দেওয়া হয়েছে।"
তিনি আরও বলেন, "সংগঠনের দায়িত্বশীলরা আমাকে বলেছিলেন, আমি যদি না দিতাম, তবে অন্য কেউ দিলেও ভালো হতো। কিন্তু আমি প্রশ্ন করেছি, কেন আমি এটা দেব না? আমি কখনোই অন্যায়ের প্রতি সমর্থন জানাবো না।"
তিনি আরও যোগ করেন, "অনেকেই বলেছেন, অন্য কেউ তো কিছু বলেনি, কিন্তু আমি মনে করি, সবার আগে বলাটা জরুরি। এরপর ধীরে ধীরে সবাই বলেছে।"যে কথাটি সবাই এক সুরে বলছে, তা যদি সময়মতো না বলা হতো, তবে সেই অস্থিরতা কি দেখানোর কোনো প্রয়োজন ছিল?"—এমন প্রশ্নও তুলেছেন তিনি।
জামায়েত আমির জানান, "আমি বিশ্বাস করি, এর পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে। দেশের ভবিষ্যতকে অন্যদিকে ধাক্কা দেওয়ার জন্য বিভিন্ন পক্ষ কাজ করছে, এবং নানা এক্টররা এ বিষয়টিতে যুক্ত রয়েছে।যদি এই পাগলামি না থামে, আল্লাহ না করুক, আমি ভয় পাচ্ছি যে বাংলাদেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে। এত রক্ত, ত্যাগ, কোরবানি, কষ্ট, জেল-জুলম সহ্য করার পর, কি আমরা একটি গৃহযুদ্ধ তৈরি করতে চাই?"এমন প্রশ্নও রাখেন তিনি।
শেষে, তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, "আমাদের সবার নাক-কান সজাগ রাখতে হবে। দায়িত্বশীলদের কাছ থেকে আমি আশা করি, আমার সহকর্মীরা বিষয়টি বুঝতে চেষ্টা করবেন।"

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!