বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ২৯ মাঘ ১৪৩১

‘সংস্কারের প্রস্তাব সুষ্ঠু ভোটের অন্তরায় হলে বাধা দেবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৫, ১০:২৫ পিএম

‘সংস্কারের প্রস্তাব সুষ্ঠু ভোটের অন্তরায় হলে বাধা দেবে বিএনপি

দেশের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কোনো প্রস্তাব সুষ্ঠু নির্বাচনের অন্তরায় হলে বিএনপি তাতে বাধা দেবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। রবিবার (৯ ফেব্রæয়ারি) বিকেলে আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও কমিশন সদস্যদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
আগামী জাতীয় নির্বাচন নিয়ে ইসির প্রস্তুতি ও সার্বিক বিষয়ে নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিএনপির পক্ষ থেকে স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও বেগম সেলিমা রহমান উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে নজরুল ইসলাম খান বলেন,ইসির কথায় আমাদের কাছে মনে হয়েছে,আগামী মে-জুনের মধ্যে তারা (ইসি) পরিপূর্ণভাবে প্রস্তুত হবেন ভোটার তালিকা হালনাগাদ করে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে। তবে এই ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা এখন তাদের নাই।
কবে নাগাদ নির্বাচন হতে পারে, এমন কোনও আভাস মিলেছে কী-না,এ প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনের ঘোষণা তো উনারা (ইসি) করতে পারেন না। কারণ সংবিধানের নরমাল নিয়ম অনুযায়ী সেই নির্বাচন হচ্ছে না।
বিএনপি নির্বাচনের বিষয়ে কোনও প্রস্তাব দিয়েছে কী-না,এমন প্রশ্নের জবাবে বিএনপি নেতা বলেন, আমরা কোনও প্রস্তাব দেইনি। আমরা তো উনাদের কাছে এটা বলব না। তিনি জানান,সোমবার (১০ ফেব্রæয়ারি)প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক রয়েছে। সেখানেই নির্বাচন বিষয়ে আলোচনা করবে দলটি।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!