নারী ক্রিক্রেটাদের রুদ্ধশ্বাসের জয়ে শীর্ষে বাংলাদেশ
বাংলাদেশেআয়ারল্যান্ডকে দেখিয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা। দেখিয়ে দিয়েছে লড়াইটা শেষ না হওয়া পর্যন্ত হাল ছাড়ার প্রশ্নই আসে না।২৩৬ রানের লক্ষ্যনারীদের ক্রিকেটে বড় টার্গেটই বলা চলে। সেই লক্ষ্যে খেলতে নেমে একসময় ৯৪ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছিল বাংলাদেশ নারী দল। পরে ১৮৬ রানে হারায় আরও তিন উইকেট। জয় তখন অনেকটাই অনিশ্চিত।কিন্তু হাল ছাড়েননি রিতু মনি। দেখালেন ধৈর্য,সাহস আর আত্মবিশ্বাসের নিদর্শন। ৬১ বলে