বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

রাওয়ালপিন্ডিতে ঐতিহাসিক টেস্ট জয়ের পথে বাংলাদেশে

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২৪, ১০:০৪ এএম

রাওয়ালপিন্ডিতে ঐতিহাসিক টেস্ট জয়ের পথে বাংলাদেশে

ঐতিহাসিব টেস্ট জযের দ্বারপ্রান্তে বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে ১৮৫ রানের লক্ষ্য পেয়েছে বাংলাদেশ। টেস্টের চতুর্থ ইনিংসে এত রান তাড়া করে কি কখনো জিতেছে বাংলাদেশ? উত্তরটা হ্যাঁ। ইতিহাস বলে একবার নয়, দুবার এর চেয়ে বড় লক্ষ্য ছুঁয়ে টেস্ট জিতেছে বাংলাদেশ।
প্রথমবার ২০০৯ সালে গ্রেনাডায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সিরিজের দ্বিতীয় টেস্টে ২১৬ রানের লক্ষ্যটা ৪ উইকেট হাতে রেখেই দেশের বাইরে প্রথমবার টেস্ট সিরিজ জিতেছিল বাংলাদেশ। ৬৭ রানে ৪ উইকেট হারানোর পর উইকেটে গিয়ে ৯৭ বলে ৯৬ রানের অসাধারণ এক ইনিংস খেলেই দলের জয়ে নেতৃত্ব দিয়েছিলেন সেই ম্যাচেই বাংলাদেশের অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচ খেলা সাকিব আল হাসান।
পরের ঘটনাটা ২০১৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে। কলম্বোর সেই ম্যাচ ছিল টেস্টে বাংলাদেশের শততম। মাইলফলকের সেই ম্যাচ জিতেই উপলক্ষটা উদ্যাপন করে বাংলাদেশ। ওই ম্যাচে মুশফিকুর রহিমের দলের লক্ষ্য ছিল ১৯১ রানের। ওপেনার তামিম ইকবালের ৮২ রানের ইনিংসটাই সহজ করে দেয় বাংলাদেশের পথচলা। এই ম্যাচও বাংলাদেশ জেতে ৪ উইকেটে।
টেস্টে ৬ বার ২১৫ বা এর চেয়ে কম রানের লক্ষ্য পেয়ে ছয়বারই জিতেছে বাংলাদেশ। রান তাড়ায় বাংলাদেশের জয় এই ছয়টিই। ১৪৪তম টেস্ট খেলা বাংলাদেশ এবারের আগে চতুর্থ ইনিংসে রান তাড়া করেছে ৪০ বার। এই ৪০ টেস্টে মাত্র ছয়বারই ২১৫ বা এর চেয়ে কম রানের লক্ষ্য পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশ জিতেছে ওই ছয় ম্যাচেই। এর মধ্যে দুবার অবশ্য মাত্র ৩০ ও ৪০ রানের লক্ষ্য পায় বাংলাদেশ। যার সর্বশেষটি গত মাসে রাওয়ালপিন্ডিতেই সিরিজের প্রথম টেস্টে। ওই ম্যাচে ৩০ রানের লক্ষ্য ১০ উইকেট হাতে রেখেই পেরোয় নাজমুল হোসেনের দল।
এই টেস্টের আগে যে ৪০ বার রান তাড়া করেছে, তার ২৯টিতেই হেরেছে বাংলাদেশ, ড্র করেছে ৫টিতে। এর মধ্যে ২০০৫ সালে ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ ইনিংসে ১৪২ ওভার ব্যাটিং করে ম্যাচ বাঁচিয়ে প্রথমবার সিরিজ জয় নিশ্চিত করেছিল বাংলাদেশ।
টেস্টে পাকিস্তানকে ধবলধোলাই করার সুযোগও বাংলাদেশের সামনে। বাংলাদেশ যদি জিতেই যায় তবে ২৪ বছরের টেস্ট ইতিহাসে চতুর্থবার প্রতিপক্ষকে ধবলধোলাই করবে। বাংলাদেশ এর আগে ওয়েস্ট ইন্ডিজকে দুবার ও জিম্বাবুয়েকে একবার ধবলধোলাই করেছে টেস্ট সিরিজে। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজকে ২–০ ব্যবধানে হারিয়েই দেশের বাইরে প্রথম টেস্ট সিরিজ জিতেছিল বাংলাদেশ। ৯ বছর পর ২০১৮ সালে দেশের মাটিতে আবার ক্যারিবীয়দের ধবলধোলাই করার আগে ২০১৪ সালে জিম্বাবুয়েকে ৩ ম্যাচ সিরিজে ধবলধোলাই করে বাংলাদেশ।
১৮৫ বা এর চেয়ে কম রানের পুঁজি নিয়ে পাকিস্তান টেস্ট জিতেছে মাত্র তিনবার। যার সর্বশেষটি ২০১২ সালে। আবুধাবিতে ১৪৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৭২ রানে অলআউট হয়ে হেরেছিল ইংল্যান্ড। পাকিস্তানের বাঁহাতি স্পিনার আবদুর রেহমান ৬ উইকেট নিয়ে ধসিয়ে দিয়েছিলেন ইংলিশদের।
১৯৫৪ সালে ওভালে ইংল্যান্ডই পারেনি ১৬৮ রানের লক্ষ্য ছুঁতে। ১৯৯৩ সালে হ্যামিল্টনে নিউজিল্যান্ডকে ১২৭ রানের পুঁজি নিয়েই হারিয়েছিল পাকিস্তান। দলটির রেকর্ড সেটিই।
পাকিস্তানে ২০০ রানের কম লক্ষ্য ছুঁতে নেমে বিপক্ষ দলগুলো মাত্র একবারই হেরেছে টেস্টে। ২০০৫ সালে মুলতান টেস্টে ১৯৮ রানের লক্ষ্যে নেমে ১৭৫ রানে অলআউট হয়ে ২২ রানে হারে ইংল্যান্ড। এবার জয়ের ইতিহাস বাংলাদেশেরই হবে।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!