শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩১

রশিদ খান,ওয়াসিম আকরামের চেয়েও বড় মাপের!

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৫, ০৮:০৬ পিএম

রশিদ খান,ওয়াসিম আকরামের চেয়েও বড় মাপের!

ক্রিকেটে এক নবজাগরণ ঘটিয়েছে টি-টোয়েন্টি ক্রিকেট। আর টি-টোয়েন্টি ক্রিকেটের তারকা শব্দটি মুখে এলেই চলে আসে রশিদ খানের কথা। আন্তর্জাতিক মঞ্চে বড় কোনো সাফল্য না থাকলেও একাই রশিদ যা করেছেন, তা হয়ে থাকবে চিরস্মরণীয়।
টি-টোয়েন্টিতে রশিদকে ধরা হয় সর্বকালের অন্যতম সেরা হিসেবে। সাদা বলের অন্য সংস্করণ ওয়ানডেতেও বেশ সফল রশিদ। খেলার বিভিন্ন যুগের তুলনা করলে কোন খেলোয়াড় বেশি প্রভাব ফেলেছেন তা মূল্যায়ন করা কঠিন হয়ে পড়ে। তবে প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার রশিদ লতিফ দাবি করেছেন, আফগানিস্তানের রশিদ খান তার দেশের ওয়াসিম আকরামের চেয়ে ‍‍`বড় মাপের ক্রিকেটার। যেখানে ওয়াসিমকেই অনেকে মনে করেন সর্বকালের সেরা ফাস্ট বোলার। 
লতিফ এই কারণে রশিদকে এগিয়ে রেখেছেন যে, ক্রিকেটবিশ্বে রশিদ যেভাবে আফগানিস্তানকে পরিচিত করেছেন, সেই তুলনায় ওয়াসিমের প্রভাব কম। কারণ, ওই একই সময়ে পাকিস্তানের আরও তারকা ছিল। 
জিও নিউজের ‘হাসনা মানা হ্যায়’ অনুষ্ঠানে গিয়ে লতিফ বলেন, ‘রশিদ আফগানিস্তানকে ক্রিকেট মানচিত্রে ফুটিয়ে তুলেছেন,সে তাদের (আফগানিস্তানস্বীকৃতি পেতে সাহায্য করেছে। সে আকরামের চেয়েও বড় ক্রিকেটার। আমি দুঃখের সঙ্গে বলছি, রশিদের মর্যাদা আরও বড়।’
যদিও টি-টোয়েন্টিতে রশিদ যতটা প্রভাব বিস্তার করেছেন, টেস্ট ক্রিকেটে ততটা প্রভাব ফেলতে পারেননি। বিশ্বজুড়ে যতটি টি-টোয়েন্টি লিগে খেলেছেন,প্রায় সবকয়টিতেই শীর্ষ উইকেট শিকারিদের মধ্যে আছেন তিনি। কিন্তু, লাল বলের ক্রিকেটে, তিনি নিজের সঙ্গে এখনো সুবিচার করতে পারেননি তিনি। লতিফ বলেন, ‘রশিদ খানের জন্য আমার একটাই পরামর্শ। ‘‘তোমার টেস্ট দলকে উন্নত করো এবং পাকিস্তানের বিরুদ্ধে আরও টেস্ট ম্যাচ খেলো।’’

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!