মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে সেমিতে চেলসি

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২৮, ২০২৫, ১১:৩৪ এএম

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে সেমিতে চেলসি

নারীদের চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে অবিশ্বাস্য এক প্রত্যাবর্তন দেখালো চেলসি। প্রথম লেগে দুই গোলের ব্যবধানে পিছিয়ে থাকার পর দ্বিতীয় লেগে ম্যানচেস্টার সিটিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে ৩-২ ব্যবধানে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে দলটি।
ম্যাচের ১৪তম মিনিটে চেলসি প্রথম গোলের দেখা পায়। লুসি ব্রোঞ্জের শট পোস্টে লেগে ফিরে আসলে সেই ফিরতি বল দখলে নিয়ে দারণভাবে জালে পাঠান স্যান্ডি বাল্টিমোর। ৩৮তম মিনিটে চেলসি তাদের লিড দ্বিগুণ করে। বাল্টিমোরের কর্নার থেকে নাথালি বিইর্নের নিখুঁত হেড গোলরক্ষক কিয়ারা কিটিংকে পরাস্ত করে।
প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ৪৩তম মিনিটে ম্যাচের তৃতীয় ও নিশ্চিত গোলটি করেন মায়রা রামিরেজ। লরেন জেমসের নিখুঁত ক্রস থেকে কাছ থেকে গোল করে দলের জয় নিশ্চিত করেন তিনি। এই মাসেই ম্যানচেস্টার সিটির বিপক্ষে চারবার মুখোমুখি হয়েছে চেলসি। এর মধ্যে লিগ কাপ ফাইনালে জয় এবং উইমেন্স সুপার লিগে ২-১ ব্যবধানে জয় পেয়েছিল দলটি। এবার ইউরোপীয় আসরে বড় এক জয় তুলে নিয়ে তারা সেমিফাইনালে জায়গা করে নিল। সেমিফাইনালে চেলসির প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা, যারা অন্য কোয়ার্টার ফাইনালে ভিএফএল ওলফসবুর্গকে ৬-১ গোলে বিধ্বস্ত করে ১০-২ ব্যবধানে এগিয়ে থেকে শেষ চারে জায়গা করে নিয়েছে।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!