শেষ পর্যায়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল আগেই নিশ্চিত করেছে ভারত। দুবাইয়ে ম্যাচ খেলবে তারা। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ হবে অস্ট্রেলিয়া অথবা দক্ষিণ আফ্রিকা। ভারত গ্রুপের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে জিতলে অস্ট্রেলিয়াকে পাবে ফাইনালে যাওয়ার লড়াইয়ে। হারলে পাবে দক্ষিণ আফ্রিকাকে।
তবে ওই সমীকরণের জন্য বসে নেই অস্ট্রেলিয়া কিংবা দক্ষিণ আফ্রিকা। দুই দলই চলে এসেছে দুবাইয়ে। ভারতের বিপক্ষে খেলতে হতে পারে এই চিন্তা মাথায় নিয়ে দুবাইয়ে অনুশীলন করবে দু’দলই। তবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকাকে দুবাইয়ে পাঠানোর সিদ্ধান্ত অবশ্য আইসিসির।
ভারত আসরের প্রথম সেমিফাইনাল খেলবে ৪ মার্চ। ৫ মার্চ লাহোরে নিউজিল্যান্ড খেলবে দ্বিতীয় সেমিফাইনাল। আজ (২ মার্চ) নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলছে ভারত। এই ম্যাচের পর ঠিক হবে ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া নাকি দক্ষিণ আফ্রিকা। এরপর পাকিস্তান থেকে অস্ট্রেলিয়া কিংবা দক্ষিণ আফ্রিকার একদল সেমিফাইনাল খেলতে দুবাইয়ে আসলে তারা অনুশীলনের জন্য একটা পূর্ণ সেশনও পাবে না। থাকবে ভ্রমণ ক্লান্তি।
যে কারণে আইসিসি দুই দলকেই দুবাইয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দুবাইয়ে এসে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা আইসিসির ট্রেনিং গ্রাউন্ডে অনুশীলন করবে। আইসিসি জানিয়েছে, ২ মার্চ পর্যন্ত জানা যাচ্ছে না, দুবাইয়ে অস্ট্রেলিয়া খেলবে নাকি দক্ষিণ আফ্রিকা। যে কারণে সেমিফাইনালের অনুশীলনের সমতা নিশ্চিত করতে দুই দলকেই দুবাইয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
আপনার মতামত লিখুন :