মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

উইন্ডিজের কাছে হেড়ে নারী বিশ্বকাপের অপেক্ষা বাড়ল

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৫, ০৬:৫৩ পিএম

উইন্ডিজের কাছে হেড়ে নারী বিশ্বকাপের অপেক্ষা বাড়ল

নারী বিশ্বকাপ বাছাইয়ে টানা তিন জয়ে রীতিমত উড়ছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ চতুর্থ ম্যাচ জিতলেই বিশ্বকাপের টিকিট পেয়ে যেত টাইগ্রেসরা। তবে ক্যারিবীয়দের বিপক্ষে ব্যর্থ নিগার সুলতানা জ্যোতির দল। ফলে বিশ্বকাপের টিকিট পেতে নিজেদের শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হবে বাংলাদেশকে। গত জানুয়ারিতে সেই ওয়েস্ট ইন্ডিজের কাছেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হেরে সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ হাতছাড়া করেছিল বাংলাদেশের মেয়েরা। 
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) লাহোরের সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। আগের তিন ম্যাচের মতো টপ অর্ডারের ব্যাটিং দৃঢ়তার পরেও মিডল অর্ডারের ব্যর্থতায় নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২২৭ রানের বেশি করতে পারেনি টাইগ্রেসরা। দলের হয়ে সর্বোচ্চ ৬৭ রান করেন শারমিন আক্তার। জবাবে খেলতে নেমে ৪৬ ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ক্যারিবিয়ানরা। 
এই হারে এখন সমীকরণের প্যাচে পড়ার শঙ্কায় নিগার সুলতানা জ্যোতির দল। ৬ দলের এই লড়াইয়ে তিন জয় নিয়ে বাংলাদেশ পয়েন্ট টেবিলে শীর্ষে আছে। গ্রুপ পর্বে জ্যোতিরা শেষ ম্যাচ খেলবে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে। ওই ম্যাচে বাংলাদেশ হারলে সমীকরণের ফাঁদে পড়ে যাবে লাল-সবুজের প্রতিনিধিরা। 
বাংলাদেশ হারলে ও ওয়েস্ট ইন্ডিজ বড় ব্যবধানে থাইল্যান্ডকে হারালে এবং আয়ারল্যান্ডের বিপক্ষে স্কটল্যান্ড জিতলে তিন দলের সমান ৬ করে পয়েন্ট হবে। রবিন রাউন্ড পদ্ধতির বাছাইপর্বে পয়েন্ট সমান হলে নেট রান রেটের ভিত্তিতে দুই দল পাবে বিশ্বকাপের টিকিট। নেট রান রেটে অবশ্য এখন পর্যন্ত এগিয়ে আছে বাংলাদেশ।  বাংলাদেশের হয়ে এ ম্যাচেও ভালো ব্যাটিং করেছেন ওপেনার ফারজানা হক পিংকি ও তিনে নামা শারমিন আক্তার সুপ্তা। ১৬ রানে প্রথম উইকেট হারানোর পর ১১৮ রানের জুটি গড়েন তারা। ফারজানা ৪২ রান করে ফিরে যান। শারমিন ৭৯ বলে ৬৭ রানের ইনিংস খেলেন। ১০টি চারের শট মারেন তিনি। কিন্তু মিডল অর্ডারে জ্যোতি (৫), ঋতুমনি (১৫), স্বর্ণা আক্তার (৬) ও ফাহিমা খাতুন (৯) ব্যর্থ  হওয়ায় সংগ্রহ বড় করতে পারেনি বাংলাদেশ। লোয়ারের নাহিদা আক্তার ২৫ ও রাবেয়া খান ২৩ রানের ইনিংস খেলে বাংলাদেশের সংগ্রহ দুইশ’র ওপরে নিয়ে যান। 
অল্প পুঁজি নিয়ে বোলিংয়ে বাংলাদেশের শুরুটা প্রত্যাশামত হয়নি। ওয়েস্ট ইন্ডিজের নিয়মিত ওপেনার হাইলি ম্যাথিউস শুরুতে ব্যাট করার মতো পরিস্থিতিতে না থাকায় এদিন ইনিংস ওপেন করেন কিয়ানা জোসেফ ও জায়দা জেমস। জায়দা ৯ রান করে সাজঘরে ফিরলে ভাঙে ২৬ রানের উদ্বোধনী জুটি। তাকে বোল্ড করেন জান্নাতুল ফেরদৌস।আরেক ওপেনার কিয়ানা দুর্দান্ত শুরু এনে দেন দলকে। আক্রমণাত্মক ব্যাটিংয়ে ক্যারিবিয়ানদের শক্ত ভিত গড়ে দেওয়ার চেষ্টা করেন তিনি। তবে ৩১ রানে থেমেছেন তিনি। এই ওপেনারকে জ্যোতির ক্যাচ বানিয়ে সাজঘরে ফিরিয়েছেন রাবেয়া খান। ইনিংসের ১৭তম ওভারে প্রথমবার আক্রমণে এসেই ব্রেকথ্রু দিয়েছেন ফাহিমা খাতুন। ২৪ রান করা শেইমেন ক্যাম্পবেলকে লেগ বিফোরের ফাঁদে ফেলেছেন এই লেগি। 
৭৪ রানে তৃতীয় উইকেটের পতনের পর চতুর্থ উইকেট জুটিতে বাংলাদেশকে দূরে ঠেলে দিচ্ছিলেন হাইলি ম্যাথিউস ও স্টেফানি টেইলর। চতুর্থ উইকেটে দুজনে মিলে ৬৬ রান যোগ করেন। পরপর নিজের দুই ওভারে এই দুই সেট ব্যাটারকে ফিরিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরান পেসার মারুফা। ৪৫ বলে ৩৩ রান করেছেন ক্যরিবিয়ান অধিনায়ক ম্যাথিউস। আর টেইলরের ব্যাট থেকে এসেছে ৫১ বলে ৩৬ রান। কিন্তু এরপর ষষ্ঠ উইকেট জুটিতে আবারো ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় ক্যারিবিয়ানরা। বিশেষ করে ছিহনেল হেনরি। তার ৪৮ বলে অপরাজিত ৫১ রানের ইনিংসে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। এ ছাড়া ১০ বলে ১১ রান করে শেষদিকে তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন আলিইয়া অ্যালেন। বাংলাদেশের পেসার মারুফা আক্তার দুই উইকেট নেন।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!