শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৫, ২৫ মাঘ ১৪৩১

এবারের বিপিএল কি তামিম?

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৫, ১১:৪৮ এএম

এবারের বিপিএল কি তামিম?

‘আমার দলে সম্মানটা আপনার জন্য নিশ্চিত’অধিনায়ক হিসেবে তামিম ইকবালের মূলমন্ত্র এটাই। বিপিএল এবারের আসর শেষ পর্যন্ত গতকালও তিনি কথাটা আরও একবার মনে করিয়ে দিলেন ফাইনালপূর্ব সংবাদ সম্মেলনে। সম্মানটা যে থাকতেই হবে, তা তো আর বলার অপেক্ষা রাখে না। তামিম নিজে তো আছেনই, জাতীয় দলের সাবেক দুই অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমের ঠিকানাও ফরচুন বরিশাল।
সঙ্গে যোগ করুন বাংলাদেশ দলের বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে। স্থানীয় এত তারকাকে একই দলে রাখতে সম্মানবোধটা তাই বেশ গুরুত্বপূর্ণ। এক সুতায় গেঁথে রাখার এই শক্তির কারণে গতবার শিরোপা জিতেছে ফরচুন বরিশাল। এবারও চ্যাম্পিয়ন হওয়া থেকে এক ধাপ দূরে দাঁড়িয়ে তারা।
আজ সন্ধ্যায় বিপিএল ফাইনালে চিটাগং কিংসকে হারাতে পারলে বরিশাল টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়নের মুকুট পরবে। অধিনায়ক হিসেবে তামিম ইকবালও বসবেন মাশরাফি বিন মুর্তজা ও ইমরুল কায়েসের পাশে। বিপিএলের আগের দশ আসরে শুধু মাশরাফি ইমরুলই যে কেবল টানা দুবার শিরোপা জিততে পেরেছেন। এবার ওই হাতছানি আছে তামিমের জন্যও।
মাশরাফি অবশ্য তামিম ও ইমরুলের থেকে এগিয়ে থাকবেনবিপিএলের প্রথম তিন আসরের শিরোপাই গেছে তাঁর ঘরে। প্রথম দুটি ঢাকা গø্যাডিয়েটরস আর পরেরটি মাশরাফি জিতেছেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে। ওখানেই মাশরাফির শিরোপা সাফল্য থেমে যায়নি—২০১৭ সালে রংপুর রাইডার্সের হয়ে আরও একবার বিপিএল ট্রফিটা উঁচিয়ে ধরেছিলেন।ইমরুলের তিন শিরোপার সবগুলোই আবার কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে। প্রথমটি জেতেন ২০১৯ সালে, ওই আসরের ফাইনালে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন তামিম। এরপর ২০২২ ও ২০২৩ সালেও কুমিল্লাকে চ্যাম্পিয়ন করেছিলেন অধিনায়ক ইমরুল। এবার প্রশ্ন তামিমেরই কি তাহলে চ্যাম্পিয়ন!

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!