সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫, ১৪ মাঘ ১৪৩১

ম্যাচসেরার পুরস্কার নিতে যাননি তামিম

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৫, ০৯:৪১ পিএম

ম্যাচসেরার পুরস্কার নিতে যাননি তামিম

জীবনের মধ্য বয়সে নানা ঘটনায় কাটছে তামিম ইকবালের সময়। কয়েকদিন আগেই বিপিএলের ম্যাচ শেষে তিনি বিবাদে জড়ান রংপুর রাইডার্সের বিদেশি ক্রিকেটার অ্যালেক্স হেলসের সঙ্গে। আজ (বৃহস্পতিবার)স্বদেশি ক্রিকেটার ঢাকা ক্যাপিটালসের সাব্বির রহমানের সঙ্গেও তিনি কিছু একটা নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময় করেছেন। অবশ্য ব্যাট হাতে সাবলীল ছিলেন তামিম, ফিফটির ইনিংস তাকে ম্যাচসেরার পুরস্কারও এনে দিয়েছে। তবে বিস্ময়করভাবে পুরস্কার নিতে হাজির হননি তিনি!
ঢাকার দেওয়া ১৪০ রানের লক্ষ্য তাড়ায় তামিমের দল ফরচুন বরিশাল ২৪ বল এবং ৮ উইকেট হাতে রেখেই জিতেছে। অধিনায়ক তামিমের ব্যাট থেকে এসেছে ৬১ রান। ৪৮ বলের ইনিংসে ৬টি চার ও একটি ছক্কা হাঁকিয়েছেন তিনি। এ নিয়ে বরিশালের হয়ে তার ফিফটির সংখ্যা দাঁড়াল সাতে, যা ফ্র‌্যাঞ্চাইজিটির হয়ে সর্বোচ্চ। এর আগে বরিশালের জার্সিতে সর্বোচ্চ ৬টি ফিফটি ছিল সাকিব আল হাসানের।
সতীর্থের রেকর্ড ভাঙার পর ম্যাচ শেষে সেরা খেলোয়াড়ও হয়েছেন তামিম। তবে পুরস্কার নিতে দেখা গেল না তাকে। তার ফরচুন বরিশাল সতীর্থ নাজমুল হোসেন শান্ত সেই পুরস্কার গ্রহণ করেছেন। পরে ফ্র্যাঞ্চাইজি সূত্রে জানা গেল চাঞ্চল্যকর কারণ। তাদের দেওয়া তথ্যমতে– তামিম পুরস্কার বিতরণী মঞ্চের পাশে বেশ কিছুক্ষণ অপেক্ষা করেছেন। পুরস্কার দিতে আসার কথা বিসিবি সভাপতি ফারুক আহমেদের, তার দেরি হওয়ায় ২০ মিনিট অপেক্ষা করে বিরক্তি নিয়ে ড্রেসিংরুমে চলে যান তামিম। ফলে শান্তকে পাঠানো হয় পুরস্কার মঞ্চে।তবে তামিমের সেই বিরক্তি বেশিক্ষণ দেখা গেল না। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনেই তিনি আসলেন বরিশালের প্রতিনিধি হয়ে। যেখানে ছেলে আরহামের উপস্থিতিতে ভালো ইনিংস খেলা কিংবা মাঠের আকার নিয়েও তিনি সন্তুষ্টি প্রকাশ করেছেন। একইসঙ্গে ফিট থাকলে বিপিএলে খেলা চালিয়ে যাওয়ারও কথা জানালেন তামিম। ভবিষ্যতে ক্রিকেট প্রশাসন নাকি ২২ গজেই থাকবেন, সেসব বিষয়েও প্রশ্নের জবাব দিয়েছেন।
চলতি বিপিএলে এখন পর্যন্ত ৬ ম্যাচে ২২২ রান করেছেন তামিম। আন্তর্জাতিক ক্রিকেটে সদ্য অবসরপ্রাপ্ত সাবেক এই টাইগার অধিনায়ক ২ ফিফটির সঙ্গে ৪৪.৪০ গড় এবং ১৪৪.১৫ স্ট্রাইকরেটে ব্যাট করেছেন। আজকের জয়ে বরিশাল পয়েন্ট টেবিলের দুইয়ে উঠেছে। ৬ ম্যাচে ৪ জয়ে তাদের পয়েন্ট ৮। সর্বোচ্চ ১৪ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে রংপুর রাইডার্স।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!