মে মাসেই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ। আগেই জানা ছিল, পাকিস্তান সফরের আগে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা। এবার সেই সিরিজের সূচিচূড়ান্ত করে ফেলল আমিরাত ক্রিকেট বোর্ড।আগামী ১৭ ও ১৯ মে সংক্ষিপ্ত সংস্করণের ম্যাচ দুইটি অনুষ্ঠিত হবে। দুইটি ম্যাচই হবে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে। খেলা শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায়। অর্থাৎ,বাংলাদেশ সময় রাত নয়টায়। দেশটির বিপক্ষে এখনো পর্যন্ত তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। সব কয়টিতেই জয় পেয়েছে লাল-সবুজ জার্সিধারীরা।
আমিরাতের বিপক্ষে সিরিজ খেলেই পাকিস্তানের বিমান ধরবে বাংলাদেশ। সূচি অনুযায়ী, ২৫ মে এবং ২৭ মে সিরিজের প্রথম দুই ম্যাচ হবে ফয়সালাবাদে। পরে বাকি তিনটি ম্যাচ হবে ৩০ মে, ১ জুন এবং ৩ জুন তারিখে। এই তিনটি ম্যাচ হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। সবগুলো ম্যাচই বাংলাদেশের স্থানীয় সময় নয়টায় শুরু হবে।
আপনার মতামত লিখুন :