শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

হাসানের তিন শিকারে দারুণ সকাল বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২৪, ১১:২২ এএম

হাসানের তিন শিকারে দারুণ সকাল বাংলাদেশের

হাসান মাহমুদকে নিয়ে শুরু থেকেই অস্বস্তিতে ভুগছিলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তাকে একটু সাবধানীই মনে হচ্ছিল। ইনিংসের চতুর্থ ওভারেই উইকেটের দেখা পেতে পারত বাংলাদেশ। হাসানের গুড লেংথের বলে বিট হয়েছিলেন রোহিত। বল সোজা রোহিতের প্যাডে আঘাত করেছিল। তবে রিভিউ নিয়েও উইকেট পায়নি বাংলাদেশ। কিন্তু ষষ্ঠ ওভারে রোহিতকে তুলে নেন হাসান।
হাসানের স্টাম্পের ভেতরে রাখা বল একটু বেশি সাবধানে ডিফেন্স করতে চেয়েছিলেন রোহিত। তবে পুরো ব্যাটে পাননি এই ওপেনার। ব্যাটের কানায় লেগে বল প্রথম ¯িøপে শান্তর হাতে গিয়ে জমা পড়ে। এতে ৬ রানেই শেষ হয়েছে রোহিতের ইনিংস।
এরপর অষ্টম ওভারে একটু অদ্ভুত উদযাপন। আক্রমণে এসে শুভমান গিলকেও প্যাভিলিয়নের পথ দেখিয়েছেন হাসান। পায়ের পাশ দিয়ে বেরিয়ে যাওয়া বলটি ব্যাটে খেলার চেষ্টা করেছিলেন গিল। এজ হয়ে উইকেটকিপার লিটন দাসের গ্লাভসে জমা পড়ে বল। ৮ বল মোকাবিলায় রানের খাতা খোলার আগেই ফেরেন টপ-অর্ডার এই ব্যাটার। তৃতীয় উইকেটে বিরাট কোহলি ক্রিজে আসা মাত্রই যথারীতি গর্জে উঠেন গ্যালারির দর্শকেরা। তবে বেশিক্ষণ ক্রিজে থিতু হতে পারেননি কিং কোহলি।
ইনিংসের দশম ওভারে সেই হাসানের অফ-স্টাম্পের বাইরের বলে ড্রাইভ করতে গিয়ে লিটনকে ক্যাচ দেন কোহলি। ৬ বলে ৬ রানে ফেরেন তিনি। ক্রিজে জয়সোয়ালের নতুন সঙ্গী ঋষভ পান্ত। ১০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ৩৪ রান।

 

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!