সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩১

ক্যারিবিয়ান জয়ের পর যা বললেন তাসকিন-তাইজুল

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৪, ০৪:২৬ পিএম

ক্যারিবিয়ান জয়ের পর যা বললেন তাসকিন-তাইজুল

ক্যারিবিয়ান মাটিতে টেস্ট জয়ে দীর্ঘ ১৫ বছরের অপেক্ষার অবসান ঘটাল বাংলাদেশ। কিংস্টনের স্যাবাইনা পার্কে সিরিজের দ্বিতীয় টেস্টে দুর্দান্ত পারফরম্যান্সে জয় ছিনিয়ে নিয়ে সিরিজ ড্র করেছে মেহেদী হাসান মিরাজের দল। এই জয়ের নেপথ্যে মূল ভূমিকায় ছিলেন অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলাম ও পেসার তাসকিন আহমেদ।
প্রথম ইনিংসে ১৮ রানের লিডের পর দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সামনে ছিল প্রতিপক্ষকে দ্রæত গুটিয়ে দেওয়ার চ্যালেঞ্জ। আর সেই চাপ মাথায় নিয়ে আরও একবার ৫ উইকেট শিকার করে নিজের দক্ষতার প্রমাণ দিলেন তাইজুল। ক্যারিয়ারে এটি তার ১৫তম পাঁচ উইকেট। ম্যাচ শেষে বিসিবির ক্যামেরার সামনে আত্মতৃপ্তির সুরে তাইজুল বলেন, ‘আমার বোলিং নিয়ে আমি সন্তুষ্ট। দলের প্রয়োজন পূরণ করতে পেরে খুব ভালো লাগছে। এই জয়টা এসেছে অনেক কঠিন কন্ডিশনে। আমাদের বোলিং আক্রমণ এখন খুব ভালো অবস্থানে আছে।’
বল হাতে দারুণ পারফরম্যান্সের পাশাপাশি ব্যাট হাতে জাকের আলীর সঙ্গে গুরুত্বপূর্ণ একটি জুটি গড়ে দ্বিতীয় ইনিংসে দলের রান বাড়াতে সহায়তা করেন তাইজুল। সেই অবদানের কথা মনে করিয়ে দেন তিনি, যেখানে লম্বা সময় ক্রিজে থেকে জাকেরকে দারুণ সঙ্গ দেন।
সিরিজজুড়ে দুর্দান্ত ফর্মে ছিলেন তাসকিন আহমেদ। দুই টেস্টে ১১ উইকেট শিকার করে সিরিজসেরার পুরস্কার জিতেছেন তিনি। বিশেষ করে দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে কিসি কার্টি ও জাস্টিন গ্রিভসের গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে বাংলাদেশের জয় সহজ করেন। প্রথম টেস্টেও তার পারফরম্যান্স ছিল নজরকাড়া, যেখানে ক্যারিয়ারসেরা ৬ উইকেট নেন।
ম্যাচ শেষে নিজের অনুভূতি জানিয়ে তাসকিন বলেন, ‘আলহামদুলিল্লাহ, এটা আমার জন্য অনেক বড় অর্জন। ক্যারিবিয়ান কন্ডিশনে জয় পাওয়া সহজ নয়। সিরিজ ড্র করতে পেরে আমরা সবাই গর্বিত।’
চোট কাটিয়ে ফেরা তাসকিন আরও বলেন, ‘আমার কাঁধের সমস্যা কাটিয়ে টেস্ট ক্রিকেটে নিজের সেরাটা দিতে চেষ্টা করেছি। আল্লাহর রহমতে সামনে আরও ভালো কিছু করার আশা রাখছি।’
টানা কয়েকটি সিরিজে বাজে সময় কাটানোর পর এই ড্র সিরিজকে বড় সাফল্য হিসেবে দেখছেন তাসকিন। তিনি বলেন, ‘ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা চার টেস্টে হারার পর আমরা মানসিকভাবে চাপে ছিলাম। কিন্তু এই সিরিজে সবাই নিজেদের উজাড় করে দিয়েছি। এই পারফরম্যান্স আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা।’
এই জয়ে বাংলাদেশ ক্রিকেট দল নতুন আত্মবিশ্বাসে এগিয়ে যাবে বলেই আশা করছেন ক্রিকেটপ্রেমীরা। ক্যারিবিয়ান সফর শেষ হলেও এই সাফল্যের রেশ থাকবে দীর্ঘদিন।বাংলাদেশ ক্রিকেট দলতাসকিন আহমেদতাইজুল ইসলামওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ টেস্ট সিরিজদ্বিতীয় টেস্ট

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!