বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

নারী চ্যাম্পিয়ন্স লিগেও রিয়ালের শেষ আটে হারালো আর্সেনালকে

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৫, ০২:২৬ পিএম

নারী চ্যাম্পিয়ন্স লিগেও রিয়ালের শেষ আটে হারালো আর্সেনালকে

ফুটবলে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের আধিপত্য নতুন কিছু নয়। পুরুষ চ্যাম্পিয়ন্স লিগের মতো নারী চ্যাম্পিয়ন্স লিগেও রীতিমতো দাপট দেখাচ্ছেন ক্লাবটির নারী ফুটবলাররা। মঙ্গলবার (১৮ মার্চ) রাতে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আর্সেনালের মেয়েদের ২-০ গোলে হারিয়েছে রিয়ালের মেয়েরা।
আতলেটিকো মাদ্রিদকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে রদ্রিগো-এমবাপ্পেরা। শেষ আটের ম্যাচে তাদের প্রতিপক্ষ আর্সেনাল। কাকতালীয়ভাবে নারী চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালেও আর্সেনালকে পেয়েছে রিয়াল মাদ্রিদ। প্রথম লেগে আলফ্রেডো ডি স্টেফানো স্টেডিয়ামে সফরকারী আর্সেনালের মেয়েদেরকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদের মেয়েরা। ম্যাচের ২২তম মিনিটে রিয়াল মাদ্রিদকে এগিয়ে দেন লিন্ডা ক্যাইসেদো। ডিফেন্ডার লিহ উইলিয়ামসনকে কাটিয়ে অনায়াসেই আর্সেনালের জালে বল জড়ান কলম্বিয়ার তরুণ এই স্ট্রাইকার। 
ম্যাচের ৮২তম মিনিটে রিয়ালের হয়ে দ্বিতীয় গোলটি করেন অ্যাথেনিয়া ডেল ক্যাস্তিলো। ম্যাচের ৭৪তম মিনিটে লিন্ডার বদলি হিসেবে মাঠে নেমেছিলেন ক্যাস্তিলো। মাঠে নেমে তিনিও গোল করলেন। শেষ পর্যন্ত ২-০ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।গত মঙ্গলবার নারী চ্যাম্পিয়ন্স লিগের আরেক কোয়ার্টার ফাইনালে হোঁচট খেয়েছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। ফরাসী ক্লাব লিওঁর কাছে তারা হেরেছে ২-০ ব্যবধানে।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!