সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫, ১৪ মাঘ ১৪৩১

হেরে গেল ভারতের কাছে, বিশ্বকাপ থেকে বিদায় বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৫, ০৪:৩৮ পিএম

হেরে গেল ভারতের কাছে, বিশ্বকাপ থেকে বিদায় বাংলাদেশের

ব্যাটারদের ব্যর্থতায় মাত্র ৬৪ রানের পুঁজি পায় বাংলাদেশ। এই রানের মধ্যে ভারতের মেয়েদের আটকানো বেশ কঠিন। শেষ পর্যন্ত আটকানো যায়নি ভারতকে। মাত্র ১২ ওভার ৫ বলে ৮ উইকেটের বড় জয় পেয়েছে তারা। এমন বড় হারে মেয়েদের অনূর্ধ্ব–১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। 
সুপার সিক্সে ২ পয়েন্ট নিয়ে বাংলাদেশের ছিল পয়েন্ট টেবিলের ৪ নম্বরে। অস্ট্রেলিয়া ও ভারত এই পর্বে এসেছিল ৪ পয়েন্ট নিয়ে। অস্ট্রেলিয়া গতকাল ওয়েস্ট ইন্ডিজকে হারানোয় তাদের পয়েন্ট হয়েছে ৬, ভারতেরও বাংলাদেশকে হারানোর পর তাদের পয়েন্টও হয়েছে ৬।
যেহেতু সুপার সিক্সে প্রতিটি দলের মাত্র ২টি ম্যাচ, বাংলাদেশসহ এই গ্রুপে থাকা অন্য কোনো দলের পয়েন্ট ৬ হওয়া সম্ভব নয়। তাতে সেমিফাইনালও নিশ্চিত হয়েছে ভারত ও অস্ট্রেলিয়ার। এই পর্বে বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি ম্যাচ বাকি আছে। সেটি অবশ্য নিয়ম রক্ষার ম্যাচই হতে যাচ্ছে।
রোববার (২৬ জানুয়ারি) কুয়ালালামপুরের বেইউমাস ওভালে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ৬৪ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ।  
দলের পক্ষে অধিনায়ক সুমাইয়া আক্তার করেন সর্বোচ্চ ২৯ বলে ২১ রান। এছাড়া জান্নাতুল মাওয়া করেন ২০ বলে ১৪ রান। ভারতের পক্ষে বৈষ্ণবী শর্মা নেন ৩টি উইকেট।  জবাবে ব্যাট করতে নেমে ওপেনার গোঙ্গাদি তৃষার মারমুখী ব্যাটিংয়ে মাত্র ১২ ওভার ৫ বলে ২ উইকেট হারিয়ে জয়ের দেখা পায় ভারত। তৃষা ৩১ বলে করেন ৪০ রান।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!