বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

সাদমান-বিজয়ের ব্যাটে চড়ে চট্টগ্রামে বাংলাদেশের দাপট

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৫, ০১:৪০ পিএম

সাদমান-বিজয়ের ব্যাটে চড়ে চট্টগ্রামে বাংলাদেশের দাপট

এবার চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন সকালে বাংলাদেশের দাপট আরও জোরালো হলো। প্রথম সেশন শেষে জিম্বাবুয়ের প্রথম ইনিংসের ২২৭ রানের জবাবে টাইগাররা কোনো উইকেট না হারিয়ে ১০৫ রানে পৌঁছে গিয়েছে। যেখানে অবদান দ্ইু ওপেনার সাদমানের (৬৬*) ও অনেক দিন পর টেস্টে ফেরা বিজয়ের (৩৮)।
সকালটা বাংলাদেশের জন্য শুরু রহয় স্পষ্ট লক্ষ্য নিয়ে দ্রæত উইকেট তুলে নেওয়া। আর সেটাই করে দেখান তাইজুল ইসলাম। প্রথম ওভারেই বেøসিং মুজারাবানিকে আউট করে জিম্বাবুয়ের ইনিংস গুটিয়ে দেন তিনি। ফলে প্রথম ইনিংসে তাইজুলের ঝুলিতে জমা পড়ে ৬ উইকেট।
এরপর ব্যাট হাতে শুরু থেকেই আক্রমণাত্মক মনোভাব দেখান দুই ওপেনার শাদমান ইসলাম ও এনামুল হক বিজয়। শাদমান খেলেছেন দারুণ আত্মবিশ্বাসের সঙ্গে, সেশন শেষে অপরাজিত রয়েছেন ৬৬ রানে (৯১ বলে,১০টি চার)। এনামুল হকও দারুণ সঙ্গ দিয়েছেন, অপরাজিত আছেন ৩৮ রানে যা তার সংক্ষিপ্ত টেস্ট ক্যারিয়ারে সর্বোচ্চ (৬৫ বলে, ৪টি চার)।
দুজনের মধ্যে ১০০ রানের উদ্বোধনী জুটি সম্পন্ন হয়েছে মাত্র ২৫.১ ওভারে। উল্লেখযোগ্য যে, বাংলাদেশের টেস্ট দলে প্রায় দুই বছরের মধ্যে এটাই প্রথম ১০০ রানের ওপেনিং জুটি। জিম্বাবুয়ের বোলাররা প্রথম সেশনে একেবারেই ফ্যাকাশে ছিলেন। কোনো বলেই সেভাবে উদ্বেগ তৈরি করতে পারেননি। রিচার্ড এনগারাভা,বেøসিং মুজারাবানি, ওয়েলিংটন মাসাকাদজা কেউই চাপ সৃষ্টি করতে পারেননি। বাংলাদেশের ব্যাটাররা সহজেই বলের লাইন নিয়ন্ত্রণ করে খেলেছেন, ভুলের কোনো সুযোগ দেননি।
চট্টগ্রামে সাদমান-বিজয়ের ব্যাটে চড়ে বাংলাদেশের দাপট‘একটা ম্যাচ দেখে সমালোচনা যারা করে, তারা খেলা বোঝে না’সেশনের মূল হাইলাইটস:জিম্বাবুয়ে অলআউট: ২২৭ (৯০.১ ওভার) বাংলাদেশ ১ম ইনিংস: ১০৫/০ (২৬ ওভার)শাদমান ইসলাম: ৬৬*, এনামুল হক: ৩৮*বাংলাদেশ এখনও পিছিয়ে মাত্র ১২২ রানে, হাতে আছে সবকটি উইকেট।
 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!