শেষ বিকেল পর্যন্ত চট্টগ্রাম টেস্টে এক জায়গয় বাংলাদেশ ও জিম্বাবুয়ে মিলে গেল এক বিন্দুতে। প্রথম দিন টস জিতে দারুণ ব্যাটিং করছিল জিম্বাবুয়ে। কিন্তু শেষ সেশনে সাত উইকেট হারিয়ে ধসে যায় তারা। বাংলাদেশ দলও দ্বিতীয় দিনের শুরুতে দারুণ ব্যাটিং করেছে। লিড নিয়েছে ৬৪ রানের। তবে শেষ বিকেলের ১৩ ওভারে ৪ উইকেট হারিয়ে বসেছে।
চট্টগ্রামের বীরশ্রেষ্ট ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশ দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে ৭ উইকেট হারিয়ে ২৯১ রান করেছে। মেহেদী মিরাজ ১৬ রান নিয়ে দিন শেষ করেছেন। তার সঙ্গে দিন শুরু করবেন ৫ রান করা তাইজুল ইসলাম। প্রথম ইনিংসে জিম্বাবুয়ে ২২৭ রানে অলআউট হয়েছিল।
৩২ ইনিংস পর ওপেনিংয়ে শত রানের জুটি: প্রায় তিন বছর পর টেস্ট একাদশে ফিরে খুব বড় ইনিংস এনামুল হক বিজয় খেলতে পারেননি। তিনি ইনিংসের ৩২তম ওভারে ব্যক্তিগত ৩৯ রান করে ফিরে যান। টেস্টে যা তার সর্বোচ্চ ইনিংস। ৮০ বল খেলে ওই ইনিংস খেলার পথে সাদমান ইসলামের সঙ্গে ১১৮ রানের জুটি দেন বিজয়। টেস্টে ২৮ মাস ও ৩২ ইনিংস পর যা বাংলাদেশের ওপেনিং জুটিতে শতরানের জুটি।
সাদমানের সেঞ্চুরিতে ভালো অবস্থানে বাংলাদেশ: ওপেনিং জুটি ভালো হলেও সেট হয়ে সাজঘরে ফিরে যান মুমিনুল হক। তিনি ৩৩ রান করেন। চারে নামা নাজমুল শান্ত (২৩) কিংবা পাঁচে নামা মুশফিকুর রহিমেরও (৪০) একই দশা হয়। তবে ওপেনার সাদমান ইসলাম সেঞ্চুরি করে দলকে ভালো অবস্থানে রেখে যান। তিনি টেস্ট ২২ টেস্টের ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরির ইনিংস ১২০ রানে নিয়ে থামেন। সাদমান আউট হন দলের ১৯৪ রানে। পরের ৮৫ রানে ৪ উইকেট হারিয়েছে বাংলাদেশ।
জাকের ব্যর্থ, মিরাজে শেষ দিন: জাকের আলীকে টি-২০ ব্যাটার মনে করা হচ্ছিল। অথচ সেরাটা এখন পর্যন্ত টেস্টেই দেখা গেছে। ক্যারিয়ারের ৪ টেস্টেই ফিফটির দেখা পেয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার। তবে জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ৫ রান করে ফিরে যান। তারপরই মুশফিকের আউট ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। দিন শেষের আগে অলআউটের শঙ্কায় পড়ে যায় বাংলাদেশ। তবে মেহেদী মিরাজ ৩৭ বল খেলে ১৬ রান করে দিন শেষ করেন। তাকে সঙ্গ দেন তাইজুল ইসলাম।
দিনের প্রথম বলেই শেষ জিম্বাবুয়ে: চট্টগ্রাম টেস্টের প্রথমদিন ৯০ ওভারে ৯ উইকেটে ২২৭ রান তুলে দিন শেষ করেছিল জিম্বাবুয়ে। শেষ ওই উইকেটে ৩০-৪০ রান যোগ করার প্রত্যাশার কথা জানিয়ে রেখেছিল সফরকারীরা। তবে দ্বিতীয় দিনের ইনিংসের প্রথম বলেই মুজারাবানি আউট হয়ে যান। ২২৭ রানেই থামে জিম্বাবুয়ে।
তাইজুলের ছয় উইকেট: জিম্বাবুয়ের ইনিংস ধসিয়ে দিয়েছেন বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম। তিনি ২৭.১ ওভার বোলিং করে ৬০ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন। দুই উইকেট নেন নাঈম হাসান। জিম্বাবুয়ের প্রথম উইকেটটি নেন অভিষেক টেস্ট খেলতে নামা তানজিম সাকিব।
আপনার মতামত লিখুন :