বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১

২০১ রানে হারলো টাইগাররা

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৪, ১০:২০ পিএম

২০১ রানে হারলো টাইগাররা

অ্যান্টিগা টেস্টে শেষ দিনে ৭ ওভার টিকতে পেরেছে বাংলাদেশ। ৯ উইকেটে ১৩২ রানে শেষ হয়েছে টাইগারদের দ্বিতীয় ইনিংস। টাইগার পেসার শরিফুল ইসলাম কাঁধে আঘাত পাওয়ায় আহত হয়ে অবসরে চলে যান। ফলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০১ রানে হেরেছে বাংলাদেশ।
ইনিংস শুরু করতে নেমে পঞ্চম দিনের তৃতীয় ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। গতদিনের অপরাজিত ব্যাটার হাসান মাহমুদ ‘ডাক’মেরে ড্রেসিংরুমে ফেরেন।বাংলাদেশি পেসারকে উইকেটরক্ষক জশুয়া ডি সিলভার হাতে ক্যাচ দিতে বাধ্য করেন আলজেরি জোসেফ।পরে দ্রæত ফেরান বাংলাদেশের শেষ স্বীকৃত ব্যাটার জাকের আলী অনিককেও।
প্রথম ইনিংসে ৫৩ রান করা জাকের আজ করেছেন ৩১ রান। পরে ৯ উইকেটে ১৩২ রানের সময় ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। একইভাবে ১৮১ রানে পিছিয়ে থাকার পরও প্রথম ইনিংস ঘোষণা করেছিল। ফল দুই টেস্টের সিরিজে ২০১ রানের জয়ে সিরিজে এগিয়ে গেল ক্যারিবিয়ানরা।
গতকাল দারুণভাবে ম্যাচে ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ। তাসকিন আহমেদের পেস তান্ডবে ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয় ইনিংসে ১৫২ রানে অলআউট করেছিল বাংলাদেশ। কিন্তু ততক্ষণেও দেরি হয়ে যায়। কেননা ৩৩৪ রানের লক্ষ্য দাঁড় করায় ওয়েস্ট ইন্ডিজ।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!