বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

বৃষ্টি, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ পরিত্যক্ত

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৫, ০৬:০১ পিএম

বৃষ্টি, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ পরিত্যক্ত

রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ ও পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রæপ পর্বে নিজেদের শেষ ম্যাচ ছিল আজ। কিন্তু টানা বৃষ্টির কারণে টস করাই সম্ভব হয়ে উঠেনি, ম্যাচ হয়েছে পরিত্যক্ত। এতে পয়েন্ট ভাগাভাগি করল দুই দল।এবারের আসর থেকে বাংলাদেশের প্রাপ্তি এই এক পয়েন্টই। যদিও এই পয়েন্ট ভাগাভাগিতে ‘এ’গ্রæপের পয়েন্ট তালিকায় কোনো প্রভাব পড়েনি। কারণ বাংলাদেশ-পাকিস্তান দুই দলের বিদায় আগেই নিশ্চিত হয়েছে। আগামী রোববার সেমিফাইনালে উঠে যাওয়া ভারত–নিউজিল্যান্ডের ম্যাচটি গ্রæপসেরা হওয়ার লড়াই।এর আগে রাওয়ালপিন্ডিতে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার ম্যাচটিও বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। বাংলাদেশ ও পাকিস্তান ম্যাচেও দুপুরের পর থেকে বৃষ্টি বেড়ে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছিল।
ঝুমবৃষ্টির সম্ভাবনা ছিল রাওয়ালপিন্ডিতে।পরিত্যাক্তই হলো ম্যাচটি। বেরসিক বৃষ্টির দাপটে পাকিস্তানের বিপক্ষে এখনও টস হয়নি বাংলাদেশের।শেষ পর্যন্ত তাই-ই হলো। খেলা পরিত্রাক্তঘোষনা আসলো, বাংলাদেশের এতে লাভই হলো।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!