শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫, ১৯ পৌষ ১৪৩১

দেশে ফিরলেন সাফজয়ী নারী ফুটবলাররা

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৪, ০৩:৩০ পিএম

দেশে ফিরলেন সাফজয়ী নারী ফুটবলাররা

সাফ নারী চ্যাম্পিয়নশিপের টানা দ্বিতীয়বার শ্রেষ্ঠত্বের মুকুট নিয়ে দেশে ফিরলেন সাফজয়ী নারী ফুটবলাররা। গতকাল সন্ধ্যায় স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার ট্রফি জয়ের গৌরব অর্জন করে বাংলাদেশ নারী ফুটবল দল।  
নারী ফুটবলে ২০২২ সালে যেখানে রচিত হয়েছিল নতুন গল্প। এবার নেপালের সেই দশরথ রঙ্গশালা স্টেডিয়ামেই ফের গল্পের নতুন অধ্যায় লিখল বাংলাদেশের মেয়েরা।  নেপালে জালে বাংলাদেশের পক্ষে গোল করেন মনিকা চাকমা ও ঋতুপর্ণা চাকমা। 
গতবারের ধারাবাহিকতায় এবারেও চ্যাম্পিয়ন দলের জন্য থাকছে বিশেষ ছাদ খোলা বাসের সংবর্ধনা। জানা গেছে, নেপাল থেকে দুপুর ২টা ১৫ মিনিটে ঢাকায় এসে পৌঁছেছে বাংলাদেশ দল।  আগে থেকে ছাদখোলা বাসটি বিমানবন্দরে নিয়ে আসা হয়। 
এই বাসে করেই বাফুফেতে আসবেন সাবিনারা। সেখানে তাদের সঙ্গে দেখা করবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। রাতেই সাফজয়ী নারীদের মুঠোফোনে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

 

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!