রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩১

সাকিবের বোলিং নিষিদ্ধ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৪, ১০:০৬ এএম

সাকিবের বোলিং নিষিদ্ধ

বোলিংয়ের নিষেধাজ্ঞা পেলেন দেশ সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। এখন থেকে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) কোনো প্রতিযোগিতায় বল করতে পারবেন না বিশ্বসেরা এ অলরাউন্ডার। তাঁর বোলিং অ্যাকশন মূল্যায়নের পরে এমন সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি আজ এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে ইসিবি।
জানা যায়, কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে একটি ম্যাচ খেলতে গত সেপ্টেম্বরে ইংল্যান্ডে গিয়েছিলেন সাকিব।
সমারসেটের হয়ে ম্যাচটিতে বেশ দারুণ বলও করেছিলেন তিনি। কিন্তু তাঁর সন্দেহজনক বোলিং অ্যাকশন নিয়ে রিপোর্ট দেন আম্পায়াররা। এরপর জানা যায়, সাকিবকে বোলিংয়ের পরীক্ষা দিতে হবে।এই মাসের শুরুতে লাফবরো বিশ্ববিদ্যালয়ে বোলিং পরীক্ষা দেন সাকিব।
যেখানে দেখা গেছে, বোলিং অ্যাকশনে কনুইয়ের প্রসারণ সর্বোচ্চ ১৫ ডিগ্রি বাঁকানোর যে সীমা আছে সেটি অতিক্রম করেছেন তিনি।
ফলে এ বছরের ১০ ডিসেম্বর থেকে কার্যকর হবে সাকিবের এই নিষেধাজ্ঞা। তবে এরপর আবারও পরীক্ষা দিতে পারবেন তিনি। পূনর্মূল্যায়ন পরীক্ষায় উত্তীর্ণ না হওয়া পর্যন্ত ইসিবির কোনো প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না সাকিব।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!