বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

চমতকার সুপার ওভারে স্মরণীয় জয়

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৫, ০১:৩৯ পিএম

চমতকার সুপার ওভারে স্মরণীয় জয়

আগে একটুর জন্য শিরোপা জেতা হয়নি। গত ডিসেম্বরে আসর জুড়ে অসাধারণ ক্রিকেট খেলেও অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে হারের বেদনায় পুরতে হয়েছিল বাংলাদেশের কিশোরীদের। সেই মালয়েশিয়াতেই অনূর্ধ্ব-১৯ নারী টি২০ বিশ্বকাপ সামনে রেখে দারুণভাবে প্রস্তুতি সারল সুমাইয়া আক্তারের দল। শ্রীলঙ্কায় হারের ধাক্কা সামলে ২-২এ সিরিজ ড্র করার পর কুয়ালালামপুরের রয়েল সেলাঙ্গর ক্লাব মাঠে বিশ্বকাপে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে সেই লঙ্কানদের বিপক্ষে ৪ উইকেটের জয়। আফিয়া আশিমা ইরার নেতৃত্বে এবার রীতিমতো ইতিহাস গড়ল মেয়েরা। নাটকীয় টাই ম্যাচে সুপার ওভারে পরাক্রমশালী ইংল্যান্ডকে হারাল ২ রানে। যে কোনো ফরম্যাটে, যে কোনো পর্যায়ের নারী ক্রিকেটে পরাশক্তি ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের এটিই প্রথম জয়।  বুধবার একই ভেন্যুতে দুর্দান্ত বোলিংয়ে গত বিশ্বকাপের ফাইনালিস্ট ইংলিশদের ৯ উইকেটে ১১৩ রানে আটকে রাখে বাংলাদেশ। জয় আসতে পারত মূল ম্যাচেই। ১১৪ রানের জয়ের লক্ষ্যে শেষ বলে দরকার ছিল ১ রান, হাতে ছিল ১ উইকেট। দুর্ভাগ্যজনকভাবে রানআউট হয়ে যান নিশিতা আক্তার নিশি। বাঁহাতি স্পিনার কোর্টিন কোলম্যানের করা সুপার ওভারে ১১ রান তোলে বাংলাদেশের মেয়েরা। যা আসে মূলত সাদিয়া আক্তারের ৩ বলে অপরাজিত ৮ রানের দারুণ ইনিংসের সৌজন্যে। ওভারের চতুর্থ বলে দর্শনীয় এক ছক্কা মারেন এই ব্যাটার। জবাবে ১ উইকেটে ৯ রানে আটকে যায় ইংল্যান্ডের সংগ্রহ। বাংলাদেশের হয়ে সুপার ওভারটি করেন পেসার হাবিবা আক্তার। পুরো ওভারে দারুণ বোলিং করা হাবিবার শেষ বলে ইংল্যান্ডের দরকার ছিল ৪ রান। প্রিশা তানাওয়ালা ২ রানের বেশি নিতে পারেননি। মূল ম্যাচেও ১৭ বলে ২০ রানের ইনিংস খেলেছিলেন সাদিয়া। আনিসা আক্তার উইকেট নিয়েছিলেন ৩টি। এর আগে টস জিতে ব্যাটিং নেন ইংল্যান্ড নারী অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের অধিনায়ক অ্যাবি নরগ্রোভ। তবে বাংলাদেশের আক্রমণাত্মক বোলিংয়ে প্রথমে ব্যাটিং নিয়ে খুব একটা সুবিধা করতে পারেনি ইংল্যান্ড। 
২০ ওভারে ৯ উইকেটে ১১৩ রান করে তারা। তিন ব্যাটার শূন্য রানে আউট হন। নরগ্রোভ গোল্ডেন ডাক মারেন। সর্বোচ্চ ২৮ রান করেন পৃথা থানাওয়ালা। ২৪ বলের ইনিংসে একটি করে চার ও ছক্কা। বাংলাদেশের মোসাম্মৎ আনিসা আকতার সোবা ১২ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ নারী জাতীয় দল কখনোই ইংল্যান্ডের মেয়েদের হারাতে পারেননি। অনূর্ধ্ব-১৯ দলের এটিই ছিল প্রথম ম্যাচ। টি২০ বিশ্বকাপ শুরু ১৮ জানুয়ারি, ফাইনাল ২ ফেব্রæয়ারি। বাংলাদেশ আছে ‘ডি’ গ্রুপে। সেখানে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া,স্কটল্যান্ড ও নেপাল। দেশ ছাড়ার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে অধিনায়ক সুমাইয়া আক্তার বলেছিলেন, ‘আমরা যেমন খেলছি, তাতে অস্ট্রেলিয়াই ভয়ে থাকবে!’ আসলেই ভালো করছে মেয়েরা। ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হয় অনূর্ধ্ব-১৯ নারী টি২০ বিশ্বকাপের প্রথম আসর। মালয়েশিয়ায় এবারও ১৬টি দল চারটি গ্রæপে ভাগ হয়ে খেলছে।প্রত্যেকেই যার যার অবস্থান থেবে ভালো করেছে।
 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!