শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

শেবাগের কটাক্ষ বাংলাদেশকে নিয়ে

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৫, ০৬:২২ পিএম

শেবাগের কটাক্ষ বাংলাদেশকে নিয়ে

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের কাছে হার, তার পরই এলো ভারতের সাবেক তারকা ব্যাটার বীরেন্দ্র শেবাগের কটাক্ষ! বাংলাদেশের সামর্থ্য নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তুলে ভারতের সাবেক ওপেনার বললেন বাংলাদেশের বিপক্ষে খেলতে কখনোই ভয় পেতে হয়নি ভারতকে। তার মন্তব্য ঘিরে এখন সমর্থকদের মাঝে তীব্র প্রতিক্রিয়া!
দুবাইয়ে ভারতের কাছে ৬ উইকেটে হারের পর এক টক শোতে শেবাগ বলেন, ‘বাংলাদেশের বিপক্ষে খেলতে কখনোই ভয় পাইনি। তোমরা এমনভাবে বলছো যেন বিশাল কিছু হয়ে গেছে! এটা বাংলাদেশ,অস্ট্রেলিয়া বা পাকিস্তান নয় যে আনপ্রেডক্টেবল কিছু করে বসতে পারে। সমর্থকদের মাঝেও কোনো সংশয় ছিল না, আর আমার তো একদমই ছিল না!’
শেবাগের এই মন্তব্যে অনেকেই মনে করছেন, তিনি ইচ্ছাকৃতভাবেই বাংলাদেশের ক্রিকেটকে হেয় করার চেষ্টা করেছেন।বাংলাদেশ ম্যাচে ২২৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কিছুটা ধীরগতির ব্যাটিং করেছে ভারত। বিশেষ করে শুভমান গিলের ১২৯ বলে ১০১ রানের ইনিংস নিয়ে আলোচনা হচ্ছে।
এই প্রসঙ্গে শেবাগ বলেন,‘গিল একটু সময় নিয়ে খেলেছে, না হলে ম্যাচ ৩৫ ওভারেই জিতে যেতাম। রোহিত-কোহলির কেউ আউট না হলে আরও আগেই শেষ হয়ে যেত।‘ ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে বাংলাদেশ উইকেটকিপার জাকের আলি লোকেশ রাহুলের ক্যাচ ছেড়েছিলেন। এই ঘটনা টেনে এনে পার্থিব প্যাটেল বলেন, ‘ওই ক্যাচ ধরতে পারলে তখনও ৭০ রান দরকার ছিল ভারতের!’ এ সময় পাশে থাকা শেবাগ ঠাট্টার ছলে বলেন,‘তখনও তো হার্দিক পান্ডিয়া,রবীন্দ্র জাদেজা ছিল। এমনকি বাংলাদেশের জন্য কুলদীপ যাদবই যথেষ্ট ছিল!’
টস জিতে আগে ব্যাট করে ৪৯.৪ ওভারে ২২৮ রান তোলে বাংলাদেশ। তাওহীদ হৃদয় দুর্দান্ত সেঞ্চুরি (১০০) করলেও বাকিরা ব্যর্থ। জাকের আলি করেন ৫৩ রান। ভারতের পক্ষে মোহাম্মদ শামি ৫৩ রানে ৫ উইকেট শিকার করেন।
জবাবে ৪৬.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ভারত। শুভমান গিল ১২৯ বলে ১০১ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের বোলিং একেবারেই ধারহীন ছিল,যা ম্যাচের ফল নির্ধারণে বড় ভূমিকা রাখে। শেবাগের কটাক্ষের পর এখন ক্রিকেটপ্রেমীদের প্রশ্ন পরবর্তী ম্যাচে কি মাঠেই জবাব দেবে বাংলাদেশ? ২৪ ফেব্রæয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচেই তার উত্তর মিলতে পারে!

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!