মঙ্গলবার, ০২ ডিসেম্বর, ২০২৫, ১৮ অগ্রহায়ণ ১৪৩২

দাপুটে জয় টাইগারদের:আয়ারল্যান্ডকে অলআউট করে সিরিজ জিতলো

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৫, ০৫:২৬ পিএম

দাপুটে জয় টাইগারদের:আয়ারল্যান্ডকে অলআউট করে সিরিজ জিতলো

এবার আয়ারল্যান্ডকে অলআউট করে ৮ ইউকেটে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশের টাইগাররা। মাঠে ডকরেল ফেরার পর অলআউট হতে বেশি সময় নেয়নি আয়ারল্যান্ড। তাদের ইনিংস গুটিয়ে যায় ১১৭ রানেই। শেষ ওভারের পঞ্চম বলে বেন হোয়াইটকে আউট করেছেন সাইফউদ্দিন। সিরিজ জিততে বাংলাদেশ তাই সহজ লক্ষ্যেই পেল। সিরিজের প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে জিতেছিল বাংলাদেশ দল।
বাংলাদেশের হয়ে আজ ৩টি করে উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন। ২ উইকেট নিয়েছেন বাঁহাতি পেসার শরীফুল ইসলাম। আইরিশদের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করে অধিনায়ক পল স্টার্লিং।ডকরেলকে ফেরালেন শরিফুল: তানজিদের হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন জর্জ ডকরেল। ২৩ বলে ১৯ রান করেন।
৮ উইকেট নেই আয়ারল্যান্ডের: ৮ রান করা মার্ক অ্যাডায়ারকে ফেরালেন মুস্তাফিজুর রহমান। এতে ১০৮ রানেই আয়ারল্যান্ড হারায় সপ্তম উইকেট। ওভারের শেষ বলে মুস্তাফিজ ফিরিয়েছেন ম্যাথু হামফ্রিসকে। ২ বলে ১ রানে আউট হলেন তিনি।
ডেলানিকেও ফেরালেন রিশাদ: নিজের শেষ ওভারেও উইকেট পেলেন রিশাদ। ইনিংসের ১৬তম ওভারের তৃতীয় বলে ডেলানিকে ক্যাচ আউট করেন রিশাদ। ৪ ওভারে ২১ রানে ৩ উইকেট নিয়েছেন তিনি।
রিশাদের জোড়া শিকার, ৭৩ রানে ৫ উইকেট নেই আইরিশদের: ৭৩ রান তুলতেই আয়ারল্যান্ড ৫ উইকেট হারিয়ে ফেলেছে। ৯ রানে ক্যাম্ফারকে বোল্ড করে পল স্টার্লিংকে ফেরালেন রিশাদ। ২৭ বলে এক ছয় ও পাঁচ চারে ৩৮ রান করেন স্টার্লিং।  ১২ ওভারে আয়ারল্যান্ডের রান ৫ উইকেটে ৭৪। ক্রিজে জর্জ ডকরেলের সঙ্গী গ্যারেথ ডেলানি।
রিভিউ নিয়ে টাকারকে ফেরালো বাংলাদেশ: বোলিংয়ে ফিরেই আঘাত হানলেন মেহেদী হাসান। সপ্তম ওভারের প্রথম বলেই লর্কান টাকারকে সাজঘরে ফিরিয়েছেন এই অফ স্পিনার। আম্পায়ার শুরুতে নট আউট দিলেও রিভিউ নিয়ে সফল হয় বাংলাদেশ। এতে ১ রানেই থামতে হয় টাকারকে। ক্রিজে পল স্টার্লিংয়ের সঙ্গী হয়েছেন নতুন ব্যাটার কার্টিস ক্যাম্ফার। ৭ ওভার শেষে আয়ারল্যান্ডের সংগ্রহ ৩ উইকেটে ৫৫ রান। এসেই মুস্তাফিজের আঘাত: পাওয়ার প্লে শেষ হওয়ার ঠিক আগে আক্রমণে এসেই উইকেট পেলেন মুস্তাফিজুর রহমান। তার স্লোয়ারে বোল্ড হয়েছেন হ্যারি টেক্টর। ৬ বলে ৫ রান করে বিদায় নেন তিনি। ৬ ওভার শেষে ২ উইকেটে আয়ারল্যান্ডের রান ৫১। ক্রিজে পল স্টার্লিংয়ের সঙ্গী লর্কান টাকার।
শুরুর জুটি ভাঙলেন শরিফুল: প্রথম দুই বলে পরাস্ত হওয়ার পর শরিফুল ইসলামের ওপর চড়াও হয়েছিলেন টিম টেক্টর। টানা দুই চার ও এক ছক্কায় ভালো জবাব দিচ্ছিলেন। তবে শেষ হাসিটা হাসলেন শরিফুলই। তার দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড হয়ে সাজঘরে ফিরতে হয়েছে আইরিশ ওপেনারকে। এতে ভাঙে ২৪ বলে ৩৮ রানের উদ্বোধনী জুটি। ১০ বলে ১৭ রান করে বিদায় নেন টিম টেক্টর। ৪ ওভার শেষে আয়ারল্যান্ড ১ উইকেটে ৩৮। পল স্টার্লিংয়ের সঙ্গে যোগ দিয়েছেন হ্যারি টেক্টর।
আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ।যেখানে টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠিয়েছেন আইরিশ অধিনায়ক পল স্টার্লিং
সিরিজে ১-১ ব্যবধানে সমতা থাকায় আজ যারা জিতবে তারাই ট্রফি ঘরে তুলবে। আজ মঙ্গলবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে খেলবে দুদল। বাংলাদেশ সময় দুপুর ২টায় ম্যাচটি শুরু হবে। শেষ ম্যাচে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। ফিরেছেন শরিফুল ইসলাম, রিশাদ হোসেন ও শামীম হোসেন। 
আয়ারল্যান্ড একাদশ: পল স্টার্লিং (অধিনায়ক), টিম টেক্টর, হ্যারি টেক্টর, লোরকান টাকার (উইকেটকিপার), কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক আদাইর, ক্রেগ ইয়াং, মার্ক হামফ্রিস ও বেন হোয়াইট।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, শরীফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।ছবি-সংগৃহীত

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!