ডেইলিখবর আন্তর্জাতিক ডেস্ক: এবার অস্ট্রেলিয়ার বন্দাই সমুদ্রসৈকতে বন্দুক হামলা পর নিরাপত্তা জোরদার করা হয়েছে। অস্ট্রেলিয়ার সিডনির বন্দাই সমুদ্রসৈকতে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। আজ রোববার (১৪ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে একজন বন্দুকধারীও রয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১২ জন সাধারণ নাগরিক এবং দুজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।
বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়,কমপক্ষে দুজন বন্দুকধারীকে গুলি ছুড়তে দেখা যায়। এর মধ্যে একজন পুলিশের সঙ্গে গোলাগুলিতে নিহত হন।
বন্দুক হামলার এ ঘটনাকে দেশটির প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ হৃদয়বিদারক ও মর্মান্তিক বলে উল্লেখ করেছেন।
এক্সে (সাবেক টুইটার) এক বার্তায় নিউ সাউথ ওয়েলস পুলিশ জানিয়েছে, এরই মধ্যে দুজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সাধারণ মানুষদেরকে এলাকাটি এড়িয়ে চলতে বলা হয়েছে।ছবি : এএফপি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :