রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫, ২০ মাঘ ১৪৩১

নেতানিয়াহু যাচ্ছেন ট্রাম্পের সাথে বৈঠক করতে

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৫, ১০:০৬ এএম

নেতানিয়াহু যাচ্ছেন ট্রাম্পের সাথে বৈঠক করতে

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপ অর্থাৎ ৪২ দিন পর থেকে হামাসের সঙ্গে বন্দিবিনিময়সহ বিভিন্ন ইস্যুতে আলোচনার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করতে চান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। 
ট্রাম্পের সঙ্গে আলোচনা করতে রবিবার (২ ফেব্রæয়ারি) যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দিবেন নেতানিয়াহু। খবর তাস ও টাইমস অব ইসরায়েলের।
বিষয়টি নিশ্চিত করেছেন নেতানিয়াহুর উপদেষ্টা দিমিত্রি গেন্ডেলম্যান। দিমিত্রি গেন্ডেলম্যান বলেন,প্রধানমন্ত্রী নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের জন্য যুক্তরাষ্ট্রে যাচ্ছেন।
গাজায় যুদ্ধবিরতি চুক্তির পরবর্তী ধাপগুলোসহ বেশ কয়েকটি বিষয়ে নিয়ে তাদের মধ্যে আলোচনা হবে।রুশ সংবাদমাধ্যম তাসকে নেতানিয়াহুর কার্যালয়ও বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, নেতানিয়াহু ২ ফেব্রæয়ারি যুক্তরাষ্ট্রে যাওয়ার উদ্দেশে রওনা করবেন। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠক অনুষ্ঠিত হবে। ঐতিহাসিক এই বৈঠকে দুই নেতা গাজার পরিস্থিতি, জিম্মি সমস্যা, ইরানের শক্তির মোকাবিলার কৌশল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন।
গত ২৮ জানুয়ারি ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে আগামী ৪ ফেব্রæয়ারি হোয়াইট হাউসে নেতানিয়াহুকে একটি বৈঠকে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প। এতে আরো জানানো হয়েছে, নেতানিয়াহু হবেন ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি হওয়ার পর হোয়াইট হাউসে আমন্ত্রিত প্রথম বিদেশি নেতা।
এদিকে,ইসরায়েল জুড়ে বিক্ষোভ মিছিল হয়েছে শনিবার রাতে। এতে আন্দোলনকারীরা দাবি জানান, জিম্মিদের মুক্তি না হওয়া পর্যন্ত কোনো অজুহাতে যেন নেতানিয়াহু যুদ্ধবিরতি চুক্তি থেকে বেরিয়ে না আসেন।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!