গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় অন্তত ৩৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। ফলে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এই হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪০ হাজার ছাড়িয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, হামলায় আহতের সংখ্যা ৯৪ হাজারের বেশি।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর ৩টি ‘গণহত্যায়’ ৩৩ জন নিহত এবং ১৪৫ জন আহত হয়েছে।
বিবৃতিতে আরো উল্লেখ করা হয়, অনেক মানুষ এখনো ধ্বংস্তূপের নিচে আটকে আছে এবং রাস্তায় অনেকের মৃতদেহ পড়ে আছে, কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় ব্যাপক পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে, যদিও জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ইসরায়েলের কাছে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে আসছে।
গাজায় চলমান অবরোধের কারণে খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের চরম সংকট দেখা দিয়েছে। ফলে অঞ্চলটি কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে গাজায় সংঘটিত হত্যাকান্ডের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগ উঠেছে।
সূত্র: আনাদোলু এজেন্সি
আপনার মতামত লিখুন :