শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩১

ইতিপিয়ায় ভয়াবহ দুর্ঘটনায় ৬৬ যাত্রী নিহত

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৪, ০২:০৪ পিএম

ইতিপিয়ায় ভয়াবহ দুর্ঘটনায় ৬৬ যাত্রী নিহত


পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৬৬ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। রাজধানী আদ্দিস আবাবা থেকে প্রায় ৩শ’ কিলোমিটার দক্ষিণে সিদামা রাজ্যে একটি সেতুতে এই দুর্ঘটনা ঘটেছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
রবিবার (২৯ ডিসেম্বর) গভীর রাতে জারি করা এক বিবৃতিতে আঞ্চলিক যোগাযোগ ব্যুরো জানিয়েছে, সড়ক দুর্ঘটনায় ৬৬ জনেরও বেশি লোক নিহত হয়েছে। বোনা জুরিয়া ওয়ারেদার গেলানা সেতুতে এই দুর্ঘটনা ও হতাহতের ঘটনা ঘটেছে।
ইথিওপিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা (ইবিসি) জানিয়েছে, ট্রাকভর্তি যাত্রীরা একটি বিয়েতে যাওয়ার সময় রবিবার গেলানা সেতুতে দুর্ঘটনাটি ঘটে। ট্রাকটি সেতুর রেলিং ভেঙে নদীতে ছিটকে পড়লে কমপক্ষে ৬০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
স্বাস্থ্য ব্যুরোর প্রচারিত ছবিতে এটি গাড়ির চারদিকে বিপুলসংখ্যক লোক দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। দুর্ঘটনাকবলিত গাড়িটির আংশিক পানিতে ডুবে আছে। অনেকে গাড়িটিকে পানি থেকে টেনে তীরে আনার চেষ্টা করছে।
স্বাস্থ্য ব্যুরোর অপর একটি ছবিতে মরদেহগুলো দেখা গেছে এবং অনেকে মরদেহগুলো নীল রঙের তেরপল দিয়ে ঢেকে রেখেছে। স্বাস্থ্য ব্যুরো নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেছে কর্তৃপক্ষ পরে বিস্তারিত জানাবে।
উল্লেখ্য, মারাত্মক সড়ক দুর্ঘটনা ইথিওপিয়াতে অনেকটা সাধারণ ঘটনা হয়ে গেছে। সেখানে ড্রাইভিং মান এবং যানবাহনের রক্ষণাবেক্ষণ নিয়ে কর্তৃপক্ষ উদাসীন। ২০১৮ সালে ইথিওপিয়ার উত্তরের পার্বত্য অঞ্চলে একটি বাস খাদে পড়ে ৩৮ জন নিহত হয়েছিল, যাদের বেশিরভাগই ছিল ছাত্র।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!