বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১

ইরানে হামলার সময় বাংকারে ছিলেন নেতানিয়াহু ও গ্যালান্ট

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৪, ০৯:৫৭ এএম

ইরানে হামলার সময় বাংকারে ছিলেন নেতানিয়াহু ও গ্যালান্ট

ইরানে হামলার সময় বাংকারে লুকিয়ে বসে থেকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট হামলা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তবে ইরানের ‘সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে’ হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী বলা হলেও ইরান দাবি করেছে ইসরায়েলি ছুড়া ক্ষেনাস্ত্র আকাশেই ধ্বংষ করে দেয়। শুক্রবার ২৫ অক্টোবর রাতে রাজধানী তেহরান ও পাশে কারাজ শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হামলার সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বাংকারে ছিলেন। ইসরায়েলের সংবাদমাধ্যম হায়োমের প্রতিবেদনের বরাতে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
বলা হয়েছে,ইরানে যখন হামলা হচ্ছিল,তখন তেল আবিবে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তরে একটি ভূগর্ভস্থ কক্ষে (বাংকার) ছিলেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্ট।
ইরানে হামলা শুরুর পরপরই এ প্রতিবেদন প্রকাশ করা হয়।গত বছরের অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। সম্প্রতি লেবাননেও ব্যাপক হামলা চালাচ্ছে তারা।
এসব হামলায় সশস্ত্র সংগঠন হামাস ও হিজবুল্লাহর প্রধান নিহত হওয়ার পর ১ অক্টোবর ইসরায়েলে প্রায় ২০০টি ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। গত ছয় মাসের মধ্যে এটি ছিল ইসরায়েলে ইরানের দ্বিতীয় হামলা। এ নিয়ে গত সপ্তাহে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছিলেন, ইসরায়েলের ক্ষতি করার চেষ্টার জন্য শত্রুদের ‘চড়া মূল্য’ দিতে হবে। সুত্র-আল জাজিরা

 

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!