বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১

ইসরাইলিরা ইরানকে নিয়ে ভুল হিসাব করছে: খামেনি

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৪, ০২:০৪ পিএম

ইসরাইলিরা ইরানকে নিয়ে ভুল হিসাব করছে: খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন,ইসরাইলিরা ইরানের বিষয়ে ভুল হিসাব করছে। তারা ইরানকে চেনে না। তবে সতর্ক করে খামেনি এও বলেছেন, ইসরাইলের হামলাকে ছোট করে দেখানো বা এটিকে তুচ্ছ বা গুরুত্বহীন বলে উড়িয়ে দেওয়া সমানভাবে বিপথগামী হবে।  
রোববার (২৭ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মেহর নিউজ।
গতকাল তেহরানে অনুষ্ঠিত নিরাপত্তা বাহিনীর শহীদদের পরিবারের সঙ্গে এক বৈঠকে আয়াতুল্লাহ খামেনি এ মন্তব্য করেন। বৈঠকের সময়,আয়াতুল্লাহ খামেনি সমাজ এবং দৈনন্দিন জীবনের সকল ক্ষেত্রে একটি ভিত্তি স্তম্ভ হিসেবে নিরাপত্তা গুরুত্বের ওপর জোর দেন। 
খামেনি জোর দিয়ে বলেন,‘শুধুমাত্র একটি শক্তিশালী ইরানই দেশ ও এর জনগণের নিরাপত্তা ও অগ্রগতির নিশ্চয়তা ও নিশ্চয়তা দিতে পারে। তাই ইরানকে সব অর্থনৈতিক, বৈজ্ঞানিক,রাজনৈতিক, প্রতিরক্ষা এবং ব্যবস্থাপনাগত দিক দিয়ে প্রতিদিন শক্তিশালী হতে হবে’।
তিনি বলেন, ‘যখন দখলকারী শাসক তাদের নিজস্ব নির্দিষ্ট এজেন্ডার জন্য এই হামলাকে বড় করার চেষ্টা করে আমাদের সতর্ক থাকতে হবে। আবার ঘটনাটিকে ছোট করে দেখানো বা এটিকে তুচ্ছ বা গুরুত্বহীন বলে উড়িয়ে দেওয়া সমানভাবে বিপথগামী হবে’।
শনিবার ভোরে ইরানে একাধিক সামরিক লক্ষ্যবস্তুতে প্রতিশোধমূলক হামলা চালায় ইসরাইল। এ হামলায় এখন পর্যন্ত ৪ সেনা সদস্য নিহতের খবর জানিয়েছে ইরানি কর্তৃপক্ষ।  ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন,ইরানে চালানো ইসরাইলের হামলা ছিল ‘সুনির্দিষ্ট ও শক্তিশালী’ এবং এর মাধ্যমে ইসরাইল তার সমস্ত লক্ষ্য অর্জন করেছে। 
এর জবাবে খামেনি বলেন,তারা ইরানের ব্যাপারে ভুল হিসাব করছে। তারা ইরানকে চেনে না। তারা ইরানী যুবকদের চেনে না। তারা ইরানের জনগণকে চেনে না।তারা এখনও সঠিকভাবে বুঝতে পারেনি। ইরানি জনগণের শক্তি,সামর্থ্য, চাতুর্য এবং দৃঢ়তা আমাদের তাদের বোঝাতে হবে।’
‘অবশ্যই,আমাদের কর্মকর্তাদের উচিত মূল্যায়ন করা এবং সুনির্দিষ্টভাবে অনুধাবন করা যে কি করা দরকার এবং যা এই দেশ ও জাতির সর্বোত্তম স্বার্থে করা উচিত। তাদের (শত্রু) বুঝতে হবে ইরানের জনগণ কারা এবং ইরানি যুবকরা কেমন’। ইরানের সর্বোচ্চ নেতা আরো বলেন,‘ইসরাইলের বিরুদ্ধে ইরানের জনগণের মানসিকতা, প্রেরণা,প্রস্তুতি এবং সাহস বজায় রাখা উচিত,কারণ এই গুণাবলী নিরাপত্তা বৃদ্ধির জন্য অপরিহার্য।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!