মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

এবার হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা চালাল চীন

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৫, ০৯:৩৮ এএম

এবার হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা চালাল চীন

হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা চালিয়ে বিশ্বকে চমকে দিয়েছে চীন। তবে এই বোমা পারমাণবিক নয়; এটি নতুন প্রযুক্তির মাধ্যমে তৈরি একটি ‍‍`ক্লিন এনার্জি‍‍` বিস্ফোরক।চীনের রাষ্ট্রীয় জাহাজ নির্মাণ সংস্থা সিএসএসসির ৭০৫ গবেষণা ইনস্টিটিউট বোমাটি তৈরি করেছে। বোমাটির ওজন মাত্র ২ কেজি। এতে ব্যবহৃত হয়েছে ম্যাগনেসিয়াম হাইড্রাইড নামের একটি কঠিন হাইড্রোজেন-ভিত্তিক উপাদান, যা প্রচলিত ট্যাংকের তুলনায় অনেক বেশি হাইড্রোজেন সংরক্ষণ করতে পারে।
পরীক্ষায় দেখা যায়, বিস্ফোরণের সময় উপাদানটি দ্রæত গরম হয়ে হাইড্রোজেন গ্যাস ছাড়ে, যা জ্বলে ১০০০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রার আগুন তৈরি করে এবং তা প্রায় ২ সেকেন্ড ধরে স্থায়ী হয় যা টিএনটি বিস্ফোরণের তুলনায় ১৫ গুণ বেশি সময় ধরে চলে।বিস্ফোরণে তৈরি তাপ সহজেই অ্যালুমিনিয়াম গলিয়ে দিতে পারে এবং বিস্ফোরণের তীব্রতা নিয়ন্ত্রণ করে নির্দিষ্ট এলাকায় সমান ধ্বংস ঘটাতে সক্ষম হয়।
জার্নাল অব প্রজেক্টাইলস, রকেটস, মিসাইলস অ্যান্ড গাইডেনস পত্রিকায় প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে,পরীক্ষার সময় বোমার ২ মিটার দূরে চাপের পরিমাণ ছিল ৪২৮ দশমিক ৪৩ কিলোপাস্কাল।বিশ্লেষকরা বলছেন,আমেরিকার তাইওয়ান-সহ দক্ষিণ চীন সাগরে ক্রমবর্ধমান সামরিক উপস্থিতির পরিপ্রেক্ষিতে এই ধরনের উন্নত প্রযুক্তির অস্ত্র চীনকে কৌশলগতভাবে আরও শক্তিশালী করবে।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!