শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

সেভেন সিস্টার্স বিমসটেকের অবিচ্ছেদ্য অংশ: মোদি

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৫, ০৫:১৫ পিএম

সেভেন সিস্টার্স বিমসটেকের অবিচ্ছেদ্য অংশ: মোদি

সেভেন সিস্টার্স হিসেবে পরিচিত ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্যকে আঞ্চলিক সংগঠন বিমসটেকের অবিচ্ছেদ্য অংশ বলে অভিহিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাম্প্রতিক এক মন্তব্যের পর এবার তিনি এ কথা বললেন। খবর দ্য টাইমস অব ইন্ডিয়ার।
থাইল্যান্ডে আয়োজিত ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের উদ্দেশে রওয়ানা দেওয়ার প্রাক্কালে মোদি বলেছেন,আন্তঃআঞ্চলিক সংগঠনটির (বিমসটেক) কেন্দ্রস্থলে ভারতের সেভেন সিস্টার্সের অবস্থান। 
সম্প্রতি চীন সফরকালে কথা প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, সেভেন সিস্টার্স ভূমিবেষ্টিত (ল্যান্ড লকড) একটি অঞ্চল,সাগরের যার সরাসরি প্রবেশের সুযোগ নেই। বাংলাদেশই সাগরের একমাত্র অভিভাবক।অবশ্য এ বক্তব্যের ব্যাখ্যা দিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বলা হয়েছে, ড. ইউনুসের বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার থাই প্রধানমন্ত্রী সিনাওয়াত্রার নৈশভোজে ড. ইউনূস ও নরেন্দ্র মোদি পাশাপাশি বসেছিলেন। শুক্রবার দুপুরে দুই নেতা পার্শ্ববৈঠকে মিলিত হয়েছেন। ড. ইউনূস অন্তর্র্বতীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর এটিই দুই নেতার মধ্যে প্রথম বৈঠক।পৃথকভাবে, বিমসটেকের মন্ত্রী পর্যায়ের বৈঠকে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর বলেছেন, উত্তর-পূর্ব অঞ্চল বিমসকের জন্য একটি সংযোগ কেন্দ্র হিসেবে আবির্ভূত হয়েছে এবং ভারত-মিয়ানমার-থাইল্যান্ড ত্রিপাক্ষিক মহাসড়ক সম্পন্ন হলে এ অঞ্চল প্রশান্ত মহাসাগর পর্যন্ত সংযুক্ত হবে। তিনি বলেন, এটি সত্যিকার অর্থে গেইম-চেঞ্জার হবে।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!