রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ইসরায়েলকে গাজায় অস্ত্র সরবরাহ বন্ধ করতে বললো ফ্রান্স

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৫, ২০২৪, ০৯:০৮ পিএম

ইসরায়েলকে গাজায় অস্ত্র সরবরাহ বন্ধ করতে বললো ফ্রান্স

মধ্যপ্রাচ্যে চলমান সংকটের মধ্যে,ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ইসরায়েলকে গাজায় হামলার জন্য অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন,এই মুহুর্তে সবচেয়ে জরুরী হলো রাজনৈতিক সমাধানে ফিরে আসা এবং গাজায় যুদ্ধে ব্যবহার করার জন্য অস্ত্র সরবরাহ বন্ধ করা। ম্যাক্রোঁ সাংবাদিকদের জানান, ফ্রান্স বর্তমানে ইসরায়েলকে কোনো অস্ত্র পাঠাচ্ছে না।
অন্যদিকে,ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা ৭ অক্টোবরের হামলার বার্ষিকী উপলক্ষে ইরানের বিরুদ্ধে ‘গুরুতর এবং গুরুত্বপূর্ণ’ প্রতিশোধ নিতে প্রস্তুত হচ্ছে। ইরানের গত সপ্তাহের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার জবাব হিসেবে আইডিএফ একটি প্রতিক্রিয়া দেখাতে প্রস্তুতি নিচ্ছে। একটি সামরিক সূত্র জানিয়েছে,আইডিএফ ইসরায়েলি নাগরিকদের এবং ইসরায়েলের বিরুদ্ধে এই অভূতপূর্ব এবং বেআইনি ইরানি হামলার প্রতিক্রিয়া প্রস্তুত করছে। খবর দ্য গার্ডিয়ানের। এই পরিস্থিতিতে, লন্ডনে শতাধিক সমর্থকরা একটি বৃহৎ বিক্ষোভে অংশ নিয়েছে, যা ৭ অক্টোবর হামলার বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হয়। প্রতিবাদকারীরা বেডফোর্ড স্কয়ার এলাকায় সমবেত হন এবং তাদের হাতে ‘জেনোসাইডের সাথে আমাদের সম্পর্ক নেই’ এবং ‘জায়নিজম হলো বর্ণবাদ’ লেখা প্ল্যাকার্ড দেখা যায়। এসময় তারা ‘ফ্রি-ফ্রি প্যালেস্টাইন’ ¯েøাগান দিচ্ছিলেন।
বিক্ষোভের একজন নেতা সমর্থকদের উদ্দেশে বলেন, আমরা পুলিশের সাথে কোনো কথাবার্তা বলবো না এবং কাউন্টার-প্রতিবাদীদের সাথে যোগাযোগ করবো না। আমাদের একসাথে থাকাটাই এইমুহুর্তে নিরাপদ।
এরপর তারা গানের সুরে বলেন, ‘যখন প্যালেস্টাইন আক্রমণের সম্মুখীন,আমরা কী করি? দাঁড়িয়ে লড়াই করি। যখন লেবানন আক্রমণের সম্মুখীন, আমরা কী করি? দাঁড়িয়ে লড়াই করি।’
লন্ডনের মেট্রোপলিটন পুলিশ এই বিক্ষোভ ও স্মরণ অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। প্রতিবাদকারীরা জানিয়েছে,তাদের এই আন্দোলন গাজায় অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান জানানোর অংশ হিসেবে। ইসরায়েল এবং ইরানের মধ্যে উত্তেজনা বাড়ছে, বিশেষ করে ইরানের গত সপ্তাহের হামলা, যা ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনায় আঘাত করেছে। এই প্রসঙ্গে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের তেল স্থাপনায় হামলা করার ব্যাপারে সতর্কতা দিয়েছেন এবং বলেছেন,ওয়াশিংটন এই বিষয়ে ‘আলোচনা’ করছে।এই সংকটের মধ্যে বিশ্ব সম্প্রদায়ের প্রতিক্রিয়া এবং রাজনৈতিক সমাধানের প্রয়োজনীয়তা আরো জরুরি হয়ে উঠেছে। বিভিন্ন দেশের নেতৃবৃন্দ এই সংকটের সঠিক সমাধানের খোঁজে আন্তর্জাতিক আলোচনার উপর গুরুত্বারোপ করছেন।-দ্য গার্ডিয়ান অবলম্বনে
 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!