রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর বিশ্বব্যাপী প্রতিক্রিয়া

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২, ২০২৪, ১২:০৩ পিএম

ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর বিশ্বব্যাপী প্রতিক্রিয়া

ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর বিশ্বব্যাপী টালমাটাল অবস্থা। অনেক দেশ তাদের ইসরায়েল অভিমুখী সমস্ত বাণিজ্যিক ফ্লাইট বন্ধ ঘোষনা করেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সুত্রে জানা গেছে সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক বিমান সংস্থা ফ্লাইডুবাই বুধ ও বৃহস্পতিবার জর্ডান, ইরাক, ইরান এবং ইসরায়েলের উদ্দেশ্যে সব ফ্লাইট বাতিল করার ঘোষণা দিয়েছে। রেজিস্টার নিউজ এজেন্সির তথ্যানুসারে, ফ্লাইট বাতিলের এই সিদ্ধান্তটি আঞ্চলিক উত্তেজনার মধ্যে কয়েকটি আকাশসীমার সাময়িক বন্ধের প্রেক্ষাপটে নেয়া হয়েছে। খবর আলজাজিরার।
জর্ডানে ক্ষেপণাস্ত্রের আঘাত-জর্ডানের সরকারী মুখপাত্র মোহাম্মদ মোমানি জানিয়েছেন, এ ঘটনায় জর্ডানে ৩ জন আহত হয়েছেন। ক্ষয়-ক্ষতির প্রাথমিক তথ্য পাওয়া গেছে এবং কর্তৃপক্ষ পরিস্থিতি মূল্যায়ন করছে। মোমানি উল্লেখ করেছেন, জর্ডানের মূল দায়িত্ব দেশের নাগরিকদের সুরক্ষা প্রদান করা। তিনি আরো বলেন, জর্ডান ‘কোন পক্ষের যুদ্ধক্ষেত্র’ হবে না।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর নিন্দা-অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ ইরানের হামলাকে ‘বিপজ্জনক উত্তেজনা’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়া ইরানের ইসরায়েলের উপর ক্ষেপণাস্ত্র হামলাকে নিন্দা জানায়। এটি অত্যন্ত বিপজ্জনক উত্তেজনা। অস্ট্রেলিয়া বৈশ্বিক সম্প্রদায়ে সঙ্গে শান্তি বজায় রাখার জন্য একযোগে আহ্বান জানাচ্ছে। তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং ইসরায়েলে থাকা অস্ট্রেলিয়ানদের স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার জন্য উৎসাহিত করেছেন।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট প্রার্থীদের সমর্থন-মার্কিন ভাইস প্রেসিডেন্ট প্রার্থী টিম ওয়ালজ এবং জে ডি ভ্যান্স, উভয়ই ইসরায়েলের প্রতি দৃঢ় সমর্থন প্রদানের প্রতিশ্রæতি দিয়েছেন। ওয়ালজ বলেন, ইসরায়েলের আত্মরক্ষার ক্ষমতা মৌলিক। তিনি বাইডেন প্রশাসনের ‘স্থিতিশীল নেতৃত্বের’ প্রশংসা করেন। অপরদিকে ভ্যান্স বলেন, ‘ইসরায়েল যা মনে করে তা সে অবশ্যই করতে পারবে। আমাদের উচিত তাদেরকে সমর্থন করা।’হ্যারিস বলেন, বাইডেন এ বিষয়ে সঙ্গে সহমত পোষণ করছেন এবং ইসরায়েলের জন্য তিনি পূর্ণ সমর্থন প্রদান করেছেন।
ওয়াশিংটন থেকে এক রিপোর্টে বলা হয়েছে, ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস সকালে সিচুয়েশন রুমে প্রেসিডেন্টের সঙ্গে ন্যাশনাল সিকিউরিটি টিমের ব্রিফিংয়ে অংশগ্রহণ করেন। তিনি বলেন, ইরান হামলাকারী। তার এ মন্তব্য ছিল বাইডেন প্রশাসনের পূর্বের বক্তব্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যেখানে ইসরায়েলের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করা হয়েছে।
জাপানের প্রধানমন্ত্রীর নিন্দা-জাপানের নতুন প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা বলেছেন, ‘ইরানের ক্ষেপণাস্ত্র হামলা অগ্রহণযোগ্য’ এবং তিনি এই অঞ্চলে উত্তেজনা কমানোর চেষ্টা করার প্রতিশ্রæতি দিয়েছেন। শিগেরু বলেন, আমরা এ হামলাকে দৃঢ়ভাবে নিন্দা জানাব। তিনি আরো বলেন, আমরা (যুক্তরাষ্ট্রের সঙ্গে) সহযোগিতা করতে চাই পরিস্থিতি শিথিল করতে এবং পূর্ণ যুদ্ধ এড়াতে। মধ্যপ্রাচ্যে চলমান বর্তমান সব ঘটনাবলী অঞ্চলটিতে সংকটকে নতুন মাত্রা যোগ করেছে। ফলে পুরো বিশ্বের জন্য তা উদ্বেগের সৃষ্টি করেছে।-আলজাজিরার অবলম্বনে
 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!