রবিবার, ৩০ মার্চ, ২০২৫, ১৫ চৈত্র ১৪৩১

সংখ্যালঘু নির্যাতনের কথা স্বীকার করছে না বাংলাদেশ সরকার:ভারত

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৬, ২০২৫, ১১:৫৫ পিএম

সংখ্যালঘু নির্যাতনের কথা স্বীকার করছে না বাংলাদেশ সরকার:ভারত

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ অন্তর্র্বতী সরকার স্বীকার করছে না বলে অভিযোগ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয় দেশটির একটি সংসদীয় প্যানেলকে জানিয়েছে,বাংলাদেশ সরকার সংখ্যালঘুদের উপর পদ্ধতিগত নির্যাতনের বিষয়টি স্বীকার করতে অস্বীকৃতি জানিয়েছে এবং শেখ হাসিনার সরকারের বিদায়ের পর হিন্দুদের উপর সহিংসতার মাত্রা কমিয়ে আনার চেষ্টা করেছে। বুধবার সংবাদ সংস্থা পিটিআই এ তথ্য জানিয়েছে।
কংগ্রেস দলীয় সংসদ সদস্য শশী থারুরের নেতৃত্বে পররাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটির কাছে এ সংক্রান্ত বক্তব্য উপস্থাপনা করা হয়েছে। এসময় মন্ত্রণালয় জনসাধারণের স্থানে ধর্মীয় প্রতীকবাদের ক্রমবর্ধমান উপস্থিতি তুলে ধরেছে। তাদের দাবি,বাংলাদেশের রাজনৈতিক শূন্যতা পূরণে ইসলামী খেলাফতের পক্ষে কথা বলছে চরমপন্থি গোষ্ঠীগুলো।
পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি ‘ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ’ এবং বিশ্বব্যাপী ভারতীয় প্রবাসীদের সাথে সম্পর্কিত বিষয়গুলো সম্পর্কে একটি ব্রিফিং প্রদান করেছেন কমিটির কাছে।
বৈঠক শেষে থারুর সংবাদমাধ্যমকে জানান,আলোচনাটি মূলত বাংলাদেশ সম্পর্ক নিয়েই ছিল।মন্ত্রণালয় কমিটির কাছেকাছে জানিয়েছে, বাংলাদেশের সেনাপ্রধান অভ্যন্তরীণ দ্বন্দ্বের ঝুঁকি প্রকাশ্যে স্বীকার করেছেন। এতে গণপিটুনি, সম্পত্তি ধ্বংস এবং নারী ও সংখ্যালঘুদের বিরুদ্ধে অপরাধের পুনরাবৃত্তিমূলক ঘটনা উল্লেখ করা হয়েছে।
পিটিআই সূত্র অনুসারে, কমিটিকে জানানো হয়েছে যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং তার সহযোগীরা সংখ্যালঘু নির্যাতনের প্রতিবেদনগুলোকে মিডিয়ার অতিরঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন। এগুলোকে সাম্প্রদায়িক সহিংসতার পরিবর্তে আওয়ামী লীগের নেতাকর্মীদের ‘রাজনৈতিক হত্যাকান্ড’ হিসাবে চিহ্নিত করেছেন।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!